কলকাতা: আপনার কাছে অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir)) উদ্বোধনের আমন্ত্রণ পত্র রয়েছে? ওই উৎসবের সাক্ষী হতে যাচ্ছেন অযোধ্যায়? আপনার ওই আমন্ত্রণপত্র আদৌও রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকার ছাড়পত্র তো? এমন প্রশ্ন উঠছে কারণ ১৯ জানুয়ারি X হ্যান্ডেলে একটি পোস্ট করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ২২ জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য পাস প্রকাশ করেছে রাম জন্মভূমি ট্রাস্ট। সেই পাসে কিউআর কোড থাকবে, সেই কোড স্ক্যান করে তবে ঢোকা যাবে অনুষ্ঠানে।
X হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছে রাম জন্মভূমি ট্রাস্ট। সেখানে ওই পাসের একটি ছবিও দেওয়া হয়েছে। সেখানে ট্রাস্টের পক্ষ থেকে সাফ বার্তা দেওয়া হয়েছে যে, যাঁরা রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আসছেন তাঁদের এই পাস থাকতে হবে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের (Ram Janmbhoomi Teerth Kshetra) পক্ষ থেকে ওই পাস ইস্যু করা হচ্ছে। সেই পাসে থাকা কিউআর কোড (QR Code Scan) স্ক্যান করে তবেই ঢোকা যাবে অনুষ্ঠানে। আমন্ত্রণ পত্র উৎসবে প্রবেশের অনুমতি নয়। সেই এন্ট্রি পাস ঠিক কীরকম দেখতে হবে সেটার ছবিও পোস্ট করা হয়েছে ট্রাস্টের X হ্যান্ডেলে।
এই রাম মন্দির উদ্বোধনের জন্য অন্তত ৭০০০ জন অতিথি আমন্ত্রণ পত্র পেয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ৩০০০ জন ভিভিআইপি (VVID Guest) ব্যক্তি। এঁদের মধ্যে রয়েছেন পুরোহিত, ধর্মীয় নেতা, রাজনীতি, সিনেমা, ক্রীড়া জগতের বিখ্যাত ব্যক্তিত্ব।
এই অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব গোটা অযোধ্যায় (Ayodhya Dham)। কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। পুলিশ, এনডিআরএফ এবং কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের নিরাপত্তায় রাখা হয়েছে।
২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার (Ram Mandir Inauguration) অনুষ্ঠান। তার সপ্তাহখানেক আগে থেকেই শুরু হয়েছে নানা বিধি ও রীতি অনুষ্ঠান। বৃহস্পতিবার গর্ভগৃহে পূজাপাঠের পর রামলালা মূর্তি বসেছে। ৫১ ইঞ্চির কৃষ্ণপাথরের তৈরি ওই মূর্তি বানিয়েছেন ভাস্কর অরুণ যোগীরাজ।
২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের পরে ২৩ জানুয়ারি থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে যাবে মন্দিরের দরজা।