অযোধ্যা: ২২ জানুয়ারি ২০২৪ তারিখকে নতুন কালের সূচনা হিসেবে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। রামমন্দির উদ্বোধনের পর এদিন নরেন্দ্র মোদি বলেন, অনেক বছরের প্রতীক্ষার পর আমাদের রাম এসে গিয়েছেন। 


নতুন কালের সূচনা: দীর্ঘ প্রতীক্ষা পর এদিন অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী। ষোড়শ উপচারে দিয়েছেন পুজো। পুষ্পাঞ্জলির পর করেন আরতিও। এদিন নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেন, '২২ জানুয়ারি ২০২৪ -এর সূর্য অদ্ভুত আভা নিয়ে এসেছে। ক্যালেন্ডারে শুধু নতুন তারিখ নতুন কালের শুরু হল।' প্রধানমন্ত্রীর কথায়, 'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত। রামলালা আর তাঁবুতে নয়। মন্দিরে থাকবেন। গর্ভগৃহে ঈশ্বরীয় চেতনারা সাক্ষী হয়েছি। অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। আমাদের তপস্যায় কিছু তো খামতি ছিল, আজ তা পূরণ হল। প্রভু রামচন্দ্রের কাছে আমরা এজন্য ক্ষমা চাইছি। গর্ভগৃহে ঐশ্বরিক চেতনার সাক্ষী হতে পেরেছি। পুরো দেশ আজ দীপাবলি পালন করছে, রামজ্যোতি প্রজ্জ্বলিত হবে। সাগর থেকে সরযূ পর্যন্ত যাত্রা করেছি, চারিদিকে শুধুই রাম নাম। কয়েকদিন ধরে বিভিন্ন ভাষায় রামায়ণ শুনতে পেয়েছি। আজ থেকে হাজার বছর পরেও আজকের এই তারিখ, এই মুহূর্তের চর্চা করবেন।'


রাম মন্দিরের উদ্বোধন ঘিরে অযোধ্যায় মহোৎসব। এদিন ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ডে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই ৮৪ সেকেন্ড ছিল প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ। সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। প্রাণপ্রতিষ্ঠা পর্ব শেষে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "আজকের দিন শুধু বিজয়ের নয়, বিনয়ের দিন। ভারতের শান্তি, ধৈর্য, সমন্বয়ের প্রতীক। রাম মন্দির নতুন শক্তির পরিচয়। সবাই বলব, আসুন, বিবেচনা করুন, রাম আগুন নয়, রাম শক্তি। রাম শুধু আমাদের নয়, রাম অনন্তকাল। রামের প্রতিষ্ঠা হলে হাজার হাজার বছরের জন্য প্রভাব থাকে।রাম মন্দির উজ্জ্বল ভারতের প্রতীক।যার চিহ্ন থাকবে আগামী হাজার বছর।এটা ভারতের উন্নয়নের অমৃতকাল।এই সময় জানি না কত বছর পরে এল।''


রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।     


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Jadavpur University: গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান বিশ্ববিদ্যালয়ে, লাইভ স্ট্রিমিং নিয়ে উত্তেজনা যাদবপুরে