অনুরাগীরা তাঁকে আশ্বাস দিয়েছেন, ঘরে থেকেই অনলাইনে প্রিয় নায়কের জন্মদিন পালন করবেন তাঁরা। গত মাসের ৯ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল রামের আগামী ছবি রেড। কিন্তু লকডাউনের জেরে মুক্তি পিছিয়ে গিয়েছে। লকডাউনের সময় তাঁর জন্মদিন পালন না করার জন্য অনুরাগীদের আবেদন করলেন তেলুগু অভিনেতা রাম পোথিনেনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 May 2020 05:19 PM (IST)
গত মাসের ৯ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল রামের আগামী ছবি রেড। কিন্তু লকডাউনের জেরে মুক্তি পিছিয়ে গিয়েছে।
হায়দরাবাদ: দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম পোথিনেনির আজ জন্মদিন। অনুরাগীদের তিনি অনুরোধ করেছেন, করোনা লকডাউনের কথা মাথায় রেখে এ বছর তাঁর জন্মদিন পালন না করতে। ইস্মার্ট শঙ্কর ছবি বিপুল জনপ্রিয়তা পাওয়ায় রাম পোথিনেনি এখন দক্ষিণের ঘরে ঘরে পরিচিত মুখ। আজ তিনি ৩২-এ পা দিয়েছেন। হইচইয়ের বদলে অনুরাগীদের তিনি টুইটে অনুরোধ করেছেন নিরাপদে থাকতে। আর জন্মদিনের উপহার হিসেবে তাঁর চাহিদা, তাঁকে যাঁরা ভালবাসেন তাঁদের সকলকে করোনা সঙ্কট মিটে গেলে আরও সুস্থ সমর্থ হয়ে সমাজে ফিরে আসতে হবে।