নয়াদিল্লি: কোনওরকম বেতন কাটা হবে না ক্রিকেটারদের। আইপিএল হোক বা না হোক, ক্রিকেটারদের বেতনে কোনওরকম কাটছাঁট করবে না বিসিসিআই, সাফ জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।


করোনার কারণে এবছরের মতো বিশ বাঁও জলে ভারতের কোটিপতি ক্রিকেট লিগ। আদৌ হবে কিনা বা হলেও কবে হবে, এ বিষয়ে কোনও নির্দিষ্ট তারিখ বিসিসিআই এখনও জানাতে পারেনি। তার ওপর অক্টোবরে ভারতের অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সেখানে অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। তারপর আবার অস্ট্রেলিয়াতেই অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিকে আবার ক্রিকেটারদের ন্যূনতম ১৪ দিন আইসোলেশনের কথাও বলা হচ্ছে। সব মিলিয়ে শেষ পর্যন্ত কোনটা কতটা করা সম্ভব হবে, তা নিয়ে সন্দিহান ভারতীয় ক্রিকেট বোর্ড।


তবে বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেদের পারিশ্রমিক কেটে নেওয়ার পথে বোর্ড যে হাঁটবে না, তা একপ্রকার পরিষ্কার। একটি ইংরাজি সংবাদমাধ্যমকে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমাদেরকে দেখতে হবে ভাঁড়ারে কত টাকা রয়েছে। আইপিএল না হওয়ার কারণে বোর্ডের ৪ হাজার কোটি টাকার ক্ষতি হবে। এটা বিরাট ক্ষতি। যদি কোনও একসময় গিয়ে আইপিএল আয়োজন করা যায়, আমরা ক্রিকেটারদের প্রাপ্য কেটে নেব না।”


এদিকে করোনার কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখনও পর্যন্ত ধার্য ক্রীড়াসূচি অনুযায়ী ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের পরই বিরাট কোহলিদের খেলতে হবে বিশ্বকাপ (টি-২০)। তারপর ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ করা কতটা সম্ভবপর হবে বিশেষ করে যেখানে অন্তত ১৪ দিনের আইসোলেশন মানতে হবে, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।