প্রসঙ্গত, ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে অযোধ্যায় রামমন্দির স্থলে ‘ভূমি পূজা’ সম্পন্ন হবে বলে বুধবার ঘোষণা করেছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। নির্বিঘ্নে মন্দির তৈরির জন্যই গঠিত হয়েছে ট্রাস্ট।
সংগঠনের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি সাংবাদিকদের জানান, ট্রাস্ট ‘ভূমি পূজন’ অনুষ্ঠানে থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল, তিনি তা গ্রহণ করেছেন, ৫ আগস্ট অযোধ্যায় পৌঁছবেন। সেদিন ভূমি পূজন অনুষ্ঠান হবে দুপুরে এবং তার আগে হনুমান গরহি ও রামলালার অস্থায়ী মন্দিরে
প্রধানমন্ত্রী পূজা-প্রার্থনা করবেন। সামাজিক দূরত্ববিধি মাথায় রেখে ১৫০ আমন্ত্রিত সহ মোট ২০০ জনকে ভূমি পূজন অনুষ্ঠানে থাকার অনুমতি দেওয়া হবে।
ট্রাস্ট চেয়ারম্যান নৃত্যগোপাল দাশের মুখপাত্র কমল নয়ন দাশ বলেছেন, ৫ আগস্ট বেলা ১২টা ১৫-য় ৩২ সেকেন্ড স্থায়ী হবে শুভ মূহূর্ত।
আরেক ট্রাস্ট সদস্য কামেশ্বর চৌপল বলেছেন, ট্রাস্টের বৈঠকে ঠিক হয়েছে, কোভিড-১৯ অতিমারীর প্রেক্ষিতে ২০০-র বেশি লোককে অনুষ্ঠানে ডাকা হবে না। তবে প্রধানমন্ত্রীর অফিসের সিদ্ধান্ত তাঁর জানা নেই বলে উল্লেখ করলেও চৌপল বলেন, আমাদের প্রস্তুতি শুরু হয়েছে।