নিউ দিল্লি : অযোধ্যায় জমি কেনা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রাম জন্মভূমি ট্রাস্টের ব্যাখ্যা দাবি করলেন শিবসেনা নেতা ও সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, রামমন্দির নির্মাণ মানুষের কাছে একটা বিশ্বাসের ব্যাপার। প্রভু রাম এবং রামমন্দির ঘিরে আন্দোলন বিশ্বাসের ব্যাপার। কারও কারও কাছে, এটা রাজনৈতিক বিষয়। মন্দির নির্মাণের জন্য যে ট্রাস্ট গঠন করা হয়েছে তাদের বিবৃতি দিয়ে জানানো উচিত, যে অভিযোগ উঠেছে তা সত্যি না মিথ্যা।


এর পাশাপাশি সঞ্জয় রাউত বলেন, মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আরএসএসের প্রধান মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাই এব্যাপারে তাঁদেরও বলা উচিত। রাউত বলেন, রাম মন্দির বিশ্বাসের বিষয়। মানুষ বিশ্বাস থেকে অনুদান দিয়েছেন। এমনকী শিবসেনার তরফেও ট্রাস্টকে এক কোটি টাকা দেওয়া হয়েছে। বিশ্বাস থেকে যে টাকা উঠেছে, তার যদি অপব্যবহার হয় তাহলে এর কী প্রয়োজন ? আমরা জানতে চাই, কী ঘটেছে। আমরা জানতে চাই যে অভিযোগটা সত্যি না মিথ্যা। 


এই ইস্যুতে সরব হয়েছে কংগ্রেসও। দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা হিন্দিতে ট্যুইট করেন, ভক্তরা যে অনুদান দিয়েছেন, তার অপব্যবহার এক ধরনের পাপ। বিশ্বাসের বশে কোটি কোটি মানুষ ঈশ্বরের পায়ে তাঁদের পুজো অর্পণ করেন। এই অনুদানের অপব্যবহার অন্যায়, পাপ এবং তাঁদের বিশ্বাসের অপমান। 


অন্যদিকে রাহুল গাঁধীও হিন্দিতে ট্যুইট করে লেখেন, শ্রী রাম নিজেই ন্যায়, সত্য এবং ধর্ম। প্রতারণা অন্যায়! #Ram Mandir Scam।


অন্যদিকে এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সূরযেওয়ালা। হিন্দিতে ট্যুইট করে তিনি লেখেন, রাম আমাদের সারাজীবনের ভক্তি। তাঁর নামে প্রতারণা মহা পাপ। প্রধানমন্ত্রী উত্তর দিন । 


অযোধ্যায় রামমন্দির চত্বরে জমি কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন আপের রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং এবং সমাজবাদী পার্টির নেতা পবন পাণ্ডে। তাঁরা অভিযোগ জানান, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ২ কোটি টাকার এক টুকরো জমি কিনেছেন ১৮.৫ কোটি টাকায়। আর্থিক তছরূপের অভিযোগ তুলে সঞ্জয় সিং ও পবন পাণ্ডে সিবিআই ও ইডি তদন্তের দাবি জানিয়েছেন।