নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দির নির্মাণ শুরুর ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেখানে আসার জন্য গ্রহ, নক্ষত্রের অবস্থান, গতিবিধি দেখে দুটি ‘শুভ’ দিনের প্রস্তাব পাঠিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। একটি ৩ আগস্ট, অন্যটি ৫ আগস্ট। এর মধ্যে যে দিনটা তিনি বেছে নেবেন, সেদিনই মন্দির তৈরি শুরু হবে। ট্রাস্টের সভাপতি নৃত্য গোপাল দাশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই এ খবর দিয়েছে। ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপলকে উদ্ধৃত করেও সংবাদ সংস্থাটি বলেছে, রামমন্দিরের ভিত স্থাপনের জন্য ৩ আর ৫ আগস্টের মধ্যে যে কোনও একটি দিন বাছাইয়ের অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রীকে। উনি যে দিনটা ঠিক মনে করবেন, সেদিনই নির্মাণ শুরু হবে।
আজই অযোধ্যায় ট্রাস্ট বৈঠকে বসেছিল, বিশেষতঃ নির্মাণ শুরুর দিন স্থির করার জন্য। আগস্টে মন্দির নির্মাণের ভূমিপূজার দিন ঠিক করতে দেরি হচ্ছিল নোভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে। এদিনের বৈঠকের প্রধান এজেন্ডা ছিল সেটাই।
রামমন্দিরের ভিত স্থাপনের জন্য মাটি পরীক্ষাও শুরু হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পট রাই বলেছেন, সয়েল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করছে লার্সেন অ্যান্ড টুবরো। ৬০ মিটার নীচে মাটির শক্তি খতিয়ে দেখে তার ভিত্তিতেই মন্দিরের ভিতের নকশা তৈরি হবে। সেই নকশায় নির্ভর করেই ভিত্তি স্থাপনের কাজ শুরু হবে।
পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভিত তৈরির ইট, পাথরের খুঁটিনাটিও স্থির করেছে ট্রাস্ট। রাই বলেছেন, ঠিক হয়েছে, ইট সরবরাহ করবে সোমপুরা মার্বলস ব্রিকস। লার্সেন অ্যান্ড টুবরো তাদের কাজ করবে, ইট সংক্রান্ত কাজকর্ম করবে সোমপুরা মার্বলস। তারা একযোগে একটা চমত্কার মন্দির তৈরি করবে।
মন্দির তৈরির অর্থ সংগ্রহের ব্যাপারে রাই জানান, বর্ষার মরসুম শেষ হলে ট্রাস্ট দেশের ৪ লক্ষ জায়গার ১০ কোটি পরিবারের কাছে যাবে ট্রাস্ট।