Rameshwaram Cafe Blast: শুক্রবার বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে (Bengaluru Blast) অন্তত চারজন আহত হয়েছেন। ক্যাফেটির হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করা যায়নি, তবে, জঙ্গি হামলার বিষয়টি এখনও অস্বীকার করছে না পুলিশ। ইতিমধ্যেই এলাকায় ফরেন্সিক টিম পৌঁছে গিয়েছে। 


মোট কতজন আহত হয়েছেন


আহতদের সঠিক সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও বিষয়ে জানা গেলেও পুলিশ জানিয়েছে, অন্তত পাঁচজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে তিনজন কর্মী ও একজন গ্রাহক রয়েছে বলে জানা গেছে।


অটোতে করে হাসাপাতালে


 বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফের সামনে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসায় অটোরিকশায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করা যায়নি। সূত্রের মতে সন্ত্রাসী হামলার বিষয়ে এখনও কোনও কিছু নিশ্চিত করে বলেনি পুলিশ।


 পরিস্থিতি সামলাতে কী করা হচ্ছে


সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিস্ফোরণটি সিলিন্ডার বিস্ফোরণ বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে। বোমা স্কোয়াড এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে রয়েছে এবং ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। স্থানীয়রা জানিয়েছেন, ক্যাফেটি বেঙ্গালুরুর অন্যতম জনপ্রিয় ফুড জয়েন্ট ।


PM Modi West Bengal Visit LIVE: 'সন্দেশখালির ঘটনায় গোটা দেশ শিহরিত' : মোদি