মুম্বই: ৩ দিনের হেফাজত শেষ। ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও রানা কপূরকে আজ ফের আদালতে পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত রবিবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রানা কপূরকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীদের দাবি, ঋণশোধের সম্ভাবনা নেই জেনেও রানা কপূরের নির্দেশে ডিএইচএফএল-কে ৩৫০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে ইয়েস ব্যাঙ্ক। বিনিময়ে রানার পরিবারের মালিকানাধীন সংস্থা ডু-ইট আরবান ভেঞ্চার্সকে আবার ডিএইচএফএল ৬০০ কোটি টাকা দেয়। ইতিমধ্যেই রানা কপূরের পরিবারের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। রানা কূপরের স্ত্রী ও মেয়েকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বাজেয়াপ্ত হয়েছে প্রিয়ঙ্কা গাঁধীর আঁকা ২ কোটি টাকার ছবিও। ২০১০ সালে ছবিটি কিনেছিলেন রানা কপূর।
এদিকে, ইডি সূত্রে পাওয়া গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, পাকাপাকিভাবে দেশ ছাড়ার তোড়জোড় শুরু করছিলেন রাণা। এর জন্য দিল্লিতে তিনটি বহুমূল্যের অ্যাপার্টমেন্ট বিক্রি করার চেষ্টা চালাচ্ছিলেন রাণা। অমৃতা শেরগিল মার্গ, চাণক্য পুরী ও সর্দার পটেল মার্গের ওই তিনটি ফ্ল্যাটের মূল্য প্রায় ১০০০ কোটি টাকা। তিনটি সম্পত্তিই রাণার স্ত্রী বিন্দুর নামে। তদন্তকারীরা জানতে পেরেছেন সম্ভবত ব্রিটেন বা ফ্রান্সে চলে যেতে চেয়েছিলেন রাণা।
পাশাপাশি, প্রায় ৪,৩০০ কোটি টাকার রহস্যজনক লেনদেন নিয়েও তদন্ত চালাচ্ছে ইডি। ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে রাণা কপূরের বেনামি সম্পত্তির হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে ইডি।