কলকাতা: দুর্লভ কালো বাঘের একটি ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ২০১৯ সালে ওড়িশায় ওই দুর্লভ কালো বাঘের ছবিটি তোলা হয়। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ওই বাঘের ছবি ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন ওই ছবি নিয়ে আলোচনা শুরু করেন।
জানা গিয়েছে, ২০১৯ সালের এপ্রিল মাসে পূর্ব ওড়িশার সিমলিপাল রিজার্ভ ও নন্দনকানন অভয়ারণ্যে ওই বিরল ছবিগুলি তোলেন শখের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সৌমেন বাজপেয়ী।
তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করেছিলেন। এক বছর পর, তাঁর তোলা ওই ছবি এখবন ইন্টারনেটে ঝড় তুলেছে। ইতিমধ্যেই ওই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। বহু মানুষ এই নিয়ে চর্চাও শুরু করেছেন।
ছবির ক্যাপশনে সৌমেন লিখেছিলেন, জেনেটিক পরিবর্তনের ফলে মেলানস্টিক বাঘের জিনগত পরিবর্তন হয়। যার ফলে, সাধারণ বাঘের থেকে এদের দেখতে আলাদা হয়। মেলানস্টিক বাঘেদের জঙ্গল ও বন্দি--- উভয় অবস্থাতেই পাওয়া যায়। কিন্তু তা সত্যিই বিরল।
সৌমেন জানান, তিনি মেলানস্টিক বাঘ সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। কিন্তু, ওড়িশায় দেখে আশ্চর্য হয়েছিলাম। বলেন, ২০১৯ সালের আগে আমার মেলানিস্টিক বাঘের সম্পর্কে কোনও ধারনাই ছিল না। আচমকাই তা জঙ্গল থেকে বেরিয়ে আসে। কয়েক সেকেন্ড ছিল, তারপর আবার ঝোপের আড়ালে চলে যায়। প্রথমে আমি বুঝতেই পারিনি, কী ঘটে গেল। কারণ, আমি একেবারে ভিন্ন বাঘ দেখলাম।
তিনি স্বীকার করেন, আগে জঙ্গল বা বন্দি অবস্থায় আমি প্রচুর বাঘ দেখেছি। কিন্তু, এটা একেবারে ভিন্ন ছিল। কয়েক সেকেন্ডের জন্য হলেও, আমি ভাগ্যবান এই দৃশ্য দেখার জন্য।
কালো বাঘ ঠিক কী?
কালো বাঘ হল আদতে সিউডো-মেলানিজম যুক্ত বেঙ্গল টাইগার। তাদের ডোরাগুলি এত ঘন ও এতটাই কাছে থাকে যে হলুদ অংশ একেবারেই দৃশ্যত হয় না।