নয়াদিল্লি: বুধবার, ৯ অক্টোবর ভারতীয় ইতিহাসের একটা দুঃখের রাত। দেশের সফলতম শিল্পপতিদের প্রসঙ্গ উঠলে রতন টাটার (Ratan Tata) নাম একেবারে শীর্ষে থাকবে। সেই রতন টাটাই বুধবারই পরলোক গমন করেন। বলিউড থেকে শিল্পজগত বা ২২ গজের মহাতারকারা, শিল্পপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সকলেই।


ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আপনার হৃদয় ছিল সোনায় মুড়ানো। স্যর, আপনি সবসময় বাকি সকলের জীবন যাতে আনন্দে, সুখে কাটে, তা সুনিশ্চিত করাই নীজের মূলমন্ত্র করেছিলেন এবং সেভাবেই আপনাকে সকলে স্মরণ করবে।' 'পদ্মভূষণ' সম্মান প্রাপ্ত রতন টাটার মৃত্যুতে গভীরভাবে শোকাহত সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। তিনি জানান রতন টাটার মৃত্যুটা তাঁর কাছে অনেকটা ব্যক্তিগত ক্ষতি হওয়ার মতোই। 'রতন টাটার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমরা জন্য এটা ব্যক্তিগত ক্ষতি। শিল্পপতি হিসাবে ওঁর দক্ষতা প্রশ্নাতীত। তবে সর্বোপরি ওঁর দয়ালু হৃদয় এবং নম্রতা আমার ওপর ছাপ ছেড়েছে।' দুইজনের বেশ কয়েক বছর পুরনো একটি ছবিও শেয়ার করেন সৌরভ।


 






 



 


অপরদিকে, সচিন তেণ্ডুলকর (Sachin Tendulkar) লেখেন, 'ওঁর জীবনকালে ওঁ যেমন দেশকে নাড়িয়ে দিয়েছিলেন, তেমনই ওঁর মৃত্যুটাও, সকলকে গভীরভাবে আহত করেছে। আমি তো তাও সৌভাগ্যবান যে ওঁর সঙ্গে কয়েকবার দেখা করতে পেরেছি। তবে কোটি কোটি মানুষ, যাঁরা ওঁর সঙ্গে সাক্ষাৎ করেননিও, তাঁরাও একইরকম অনুভব করেন। তাঁরাই একইভাবে শোকাহত। ওঁর প্রভাবটাই এমন।'  


 






মহারাষ্ট্রের প্রধানমন্ত্রী একনাথ শিন্ডে গতকালই জানিয়েছিলেন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে শায়িত রয়েছে তাঁর মরদেহ। তাঁকে বিকেল ৪টে পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। সচিন শুধু সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েই থামাননি। টাটার সম্মানিক চেয়ারম্যানের কোলাবা বাসভবনেই আজ সকাল সকাল পৌঁছে যান মাস্টার ব্লাস্টার। 





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।





আরও পড়ুন: মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্য়াচেই কোহলি, যুবরাজদের তালিকায় সামিল হয়ে কী বললেন নীতীশ?