Ratan Tata Passed Away: শান্তনু নায়ডু, রতন টাটার অফিসের প্রাক্তন জেনারেল ম্যানেজার রতন টাটার প্রয়াণে এক আবেগঘন পোস্ট লেখেন সমাজমাধ্যমে। আর সেই পোস্টেই (Ratan Tata Death) তাঁর জীবনের অন্যতম প্রিয় মানুষটিকে বিদায় জানান শান্তনু (Shantanu Naidu)। গতকাল বুধবার রাতেই ৮৬ বছর বয়সে প্রয়াত হন শিল্পপতি রতন টাটা। টাটা গ্রুপের বিশাল ব্যবসায়িক জগতে ঘটল নক্ষত্রপতন। শান্তনু লিখলেন, 'বিদায়, লাইটহাউস...'।


কর্নওয়েল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন শান্তনু নায়ডু, গুডফেলোজ নামে একটি স্টার্ট আপও তৈরি করেছেন তিনি। এদিন লিঙ্কড ইনে একটি পোস্টে লেখেন, 'এই গভীর বন্ধুত্বের মাঝে যে শূন্যতা তৈরি হল তা পূরণের চেষ্টায় সারা জীবন কাটিয়ে দেব। ভালবাসার জন্য সবথেকে বড় দেনা হল শোক। বিদায়, আমার জীবনের লাইটহাউজ।'


২৮ বছর বয়সী এই তরুণ টাটা গ্রুপের সঙ্গে জড়িত পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্য। এদিন একটি ইয়েজডি বাইকে চড়ে শান্তনুকে রতন টাটার বাড়ি থেকে বেরোতে দেখা যায়। যে ট্রাকে করে রতন টাটার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল, তার সামনে পথ নির্দেশিকা দিচ্ছিলেন তিনি। কুকুরের প্রতি উভয়ের গভীর ভালবাসাই এই বন্ধুত্বের প্রধান সূচক হিসেবে গড়ে উঠেছিল। আজ সকালে ১০ টা পর্যন্ত রতন টাটার মরদেহ নিয়ে এনে রাখা হয় মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে। তারপর সেই মরদেহ নিয়ে যাওয়া হয় ওরলি শ্মশানঘাটে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।


রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, শরদ পাওয়ার ছাড়াও এসেছেন শিল্পপতি মুকেশ আম্বানি, হর্ষ গোয়েঙ্কাও। রতন টাটার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। মহারাষ্ট্রেও একদিনের পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আজ সারাদিন মহারাষ্ট্রের সরকারি অফিসগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিন অন্তিম যাত্রায় উপস্থিত ছিল রতন টাটার প্রাণপ্রিয় কুকুরটিও।


১৯৩৭ সালে মুম্বইতে জন্ম হয় রতন টাটার। কর্নওয়েল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন তিনি। তারপর ১৯৯১ সালে টাটা গ্রুপের এই সুবিশাল পরিবার গড়ে তোলেন। নুনের দানা থেকে স্টিল কী নেই এই টাটার জগতে। ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড রোলস রয়েস ও জাগুয়ারও রয়েছে টাটা সাম্রাজ্যের অধীনে। রতন টাটার প্রয়াণে গভীর শোক নেমে এসেছে দেশে। 


আরও পড়ুন: Ratan Tata Last Rites: ভারত হারাল অমূল্য 'রতন', শেষযাত্রায় রতন টাটা ; শ্রদ্ধাজ্ঞাপন অগণিত মানুষের