বাচ্চু দাস, শিলিগুড়ি:  হাইরোডে পণ্যবাহী গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা রুখল পলিশ। গ্রেফতার করা হল চারজন ডাকাতকেও। তাদের গ্রেফতার করে এনজিপি 9NJP) থানার পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা গেছে, হাইরোডে গাড়িকে দাড় করিয়ে ডাকাতি করত একটি ছিনতাইকারী গ্যাং।এমনই একটি গ্যাং-কে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদেহ কাছ বেশ কিছু ধারালো অস্ত্র লাজেয়াপ্ত করা হয়েছে।এশিয়ান হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে,যখন যেখানে সুযোগ পেত সেখানে গাড়ি থামিয়ে,ভয় দেখিয়ে লুট করে ডাকাতের  ওই গ্যাং। এই বিষয়ে পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই আভিযোগ আসছিল পুলিশের কাছে।


আরও পড়ুন: RG Kar Hospital News: RG করের জরুরি বিভাগে বাক্সবন্দি রক্তমাখা গ্লাভস? ফের উত্তেজনা, ঘটনাস্থলে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা


সেই খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ওই গ্যাং-টিকে ধরার জন্য ফাঁদও পাতে।আর তারপরই মেলে সাফল্য (robbery attempt foiled। মঙ্গলবার ফুলবাড়ি ক্যানেল রোডের পুটিমারি এলাকায় চারজনের একটি ডাকাত দল অপেক্ষায় ছিল ডাকাতি করার জন্য। সেইমতো গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ হানা দেয় ফুলবাড়ি ক্যানেল রোডে। আর হাতেনাতে ধরে ফেলে ওই চারজন ডাকাতকে।তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশকিছু ধারালো অস্ত্র। ধৃতরা হল ফুলবাড়ি নওয়াপাড়ার অমল বর্মন,ভোলা মোড়ের বিশাল রায়,সাউথ কলোনির এমডি আখতার ও মিলনপল্লির শুভম আগরওয়াল। এদের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।


আরও পড়ুন:: Doctors Protest: জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি, আজ থেকেই কর্মবিরতিতে সামিল RN Tagore হাসপাতাল


পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একটি ডাকাত দল ফুলবাড়ি ক্যানাল এলাকায় গাড়ি থামিয়ে ছিনতাই চালাচ্ছিল বলে অভিযোগ আসছিল। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় লুকিয়ে ছিল। ডাকাত দলের সদস্যরা যখন একটি গাড়িকে থামিয়ে লুঠতরাজ করা চেষ্টা করছে সেই আচমকা হানা দিয়ে তাদের হাতেনাতে ধরে ধরে পুলিশ। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তাদের খোঁজ চালানো হচ্ছে.।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:RG Kar Case: RG করের পর এবার এসএসকেএমে 'গণ ইস্তফা', 'চিঠি সংখ্যা আরও বাড়বে..'