মুম্বই: শিল্পবাণিজ্য জগতে মহীরুহ পতন। শেষ হল এক গৌরবময় অধ্যায়ের। থামল এক কিংবদন্তীর পথ চলা। প্রয়াত রতন টাটা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস। সোমবারই গুজব ছড়িয়েছিল বর্ষীয়ান শিল্পপতি গুরুতর অসুস্থ হওয়ার খবর। 'টাটা টাইকুনের' স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একাধিক পোস্ট। 


যদিও এরপরই সোশাল মিডিয়ায় রতন টাটার প্রোফাইল থেকে আসে একটি বার্তা। গুরুতর অসুস্থ হওয়ায় গুজব উড়িয়ে দিয়েছিলেন একপ্রকার।  ভুয়ো খবর পরিবেশন থেকে তিনি সকলকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন। যদিও বুধবারই সন্ধেয় সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ছিল অবস্থার অবনতি হয়েছে রতন টাটার। 


সেই পোস্টে তিনি ধন্যবাদ জানিয়েছিলেন তাঁর অনুরাগীদেরও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, "আমার কথা চিন্তা করার জন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ"। 






শিল্পপতিদের মধ্যে রতন টাটা সবসময় অনন্য। তিনি শুধু নিজের বা নিজের সংস্থার রোজগারের কথা ভাবেননি। বরং মধ্যবিত্তের রোজগারের কথা ভেবে, তাদের সাধ্যের মধ্যেই সাধ পূরণের চেষ্টা করেছেন। এই চেষ্টারই ফসল এক লাখের গাড়ি টাটা ন্যানো। টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার প্রয়াণে শোকাহত সব মহল। রাজনীতিক থেকে শিল্পপতি, বিনোদন জগত-শোক প্রকাশ করেছেন সকলেই।                                                                   


মাত্র ২১ বছর বয়সে টাটা সন্সের চেয়ারম্যানের দায়িত্ব নেন রতন টাটা। অক্লান্তভাবে ব্যবসায়িক সাম্রাজ্যের পরিধি বাড়িয়েছেন। যার মধ্যে আন্তর্জাতিক মানের একাধিক অধিগ্রহণ রয়েছে। তাঁর আমলেই টেটলি অধিগ্রহণ করেছে টাটা টি। জাগুয়ার ল্যান্ড রোভার অধিগ্রহণ করেছে টাটা মোটর্স। সবক’টি অধিগ্রহণই কোম্পানির মুনাফা কয়েকগুণে বাড়িয়েছে। তাই তাঁর প্রয়াণে শুধু শিল্পবাণিজ্য নয়, এক অমূল্য রতন হারাল গোটা দেশ।


আরও পড়ুন, অর্ধনমিত জাতীয় পতাকা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে রতন টাটার শেষকৃত্য, প্রয়াত শিল্পপতিকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বই যাবেন শাহ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে