নয়া দিল্লি : ফের নোট বাতিল। এবার বাতিল ২০০০ টাকার নোট। আর ২০০০টাকার নোট ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। বাজারে যে ২০০০টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। একলপ্তে ব্যাঙ্কে ২০,০০০টাকা পর্যন্ত ২০০০টাকার নোট জমা দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কীভাবে পুরনো নোট বদলাবেন ?
কীভাবে পুরনো নোট বদলাবেন ?
এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী, ব্যাঙ্কে আপনি পুরনো নোট বদলাতে গেলে প্রথমে একটি নির্দিষ্টি ফর্ম্যাটে আপনার কাছে কিছু তথ্য চাইবে। তা পূরণ করতে হবে। এরপর নিজের বৈধ পরিচয়পত্রের একটি ফটো কপি জমা করতে হবে আপনাকে।
এ ব্যাপারে সতর্ক থাকুন, আপনি যখন নিজের সচিত্র পরিচয়পত্র ব্যাঙ্কে বা পোস্ট অফিসে জমা করবেন, তাতে উল্লেখ করে দেবেন পুরনো নোট পাল্টানোর জন্য তা জমা করা হচ্ছে। সঙ্গে তারিখ উল্লেখ করে দেবেন। এই বিষয়টি নিশ্চিত করুন যে, আপনার পরিচয়পত্রটির যাতে কোনও অপব্যবহার না হয়।
আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আই়ডি কার্ড, পাসপোর্ট, NREGA কার্ড , PAN কার্ড বা অন্য কোনও আইডি কার্ড যা সরকার ইস্যু করেছে, তা জমা করতে পারেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফর্ম্যাট অনুযায়ী আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ পূরণ করতে হবে।
পুরনো নোট পরিবর্তন করতে গেলে আপনাকে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখানে যেতে হবে। যদি আপনি ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশ টাকার পরিবর্তন করতে চান, তাহলে যে কোনও ব্যাঙ্কে পরিচয়পত্র নিয়ে যেতে পারেন। কিন্তু, যদি এই পরিমাণটা (পুরনো নোট) বেশি হয়, তাহলে ব্যক্তিপিছু ৪ হাজার টাকা (নতুন নোট) পর্যন্ত পাবেন। তাতে আপনার টাকার পরিমাণ যা-ই হোক। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ে যাবে।
কিন্তু ধরুন, কোনও কারণে আপনি ব্যাঙ্কে যেতে পারছেন না , তখন কী হবে ? সেক্ষেত্রে আপনি কোনও প্রতিনিধি পাঠাতে পারেন। তবে, লিখিত দিতে হবে এই মর্মে যে, সংশ্লিষ্ট ব্যক্তিকে আপনি আপনার পরিবর্তে পাঠিয়েছেন। তাঁকে যেন সেই অধিকার দেওয়া হয়। আপনার প্রতিনিধিকে সেই চিঠিটি ব্যাঙ্কে গিয়ে দেখাতে হবে। এর সঙ্গে তাঁর পরিচয়পত্র। তাহলে পুরনো নোট বদলের প্রতিক্রিয়া তিনি শুরু করতে পারবেন।
যদি আপনার বন্ধু বা আত্মীয়ের কোনও অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেই অ্যাকাউন্টেও আপনি পুরনো নোটের পরিবর্তে সম পরিমাণ টাকা গ্রহণ করতে পারেন। তবে, সেক্ষেত্রে থার্ড পার্টিকে আপনাকে লিখিত অনুমতি দিতে হবে। নোট বদলানোর সময়, ব্যাঙ্কে আপনাকে সেই অনুমতিপত্র দেখাতে হবে। সঙ্গে আপনার পরিচয়পত্র।
আরও পড়ুন ; ২০০০ টাকার নোট আর ছাপবে না সরকার, বদলাতে হবে ব্যাঙ্কে