নয়াদিল্লি: ১৪ এপ্রিল পর্যন্ত চলতি লকডাউনের বাকি দিনগুলি ভাগবত গীতার ১৮টা অধ্যায় আপনারাও পড়ে ফেলুন। ঘরে গীতাপাঠ শুরু করুন। আমার পরিবারও তাই করছে। গৃহবন্দি আমজনতাকে এমনই পরামর্শ দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের মন্তব্য, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অর্জুনের মতো লক্ষ্যে স্থির থাকা প্রয়োজন।


লকডাউন পালন না করা গেলে দেশ করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে পারবে না বলে অভিমত জানিয়ে পরিযায়ী শ্রমিকদেরও তিনি ভরসা দেন, তাঁর সরকার তাদের খাবারদাবার, থাকার ব্যবস্থা করেছে।

রাজধানীতে আজ এক ডিজিটাল সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনমতো ‘যে যেখানে আছেন, সেখানেই থাকুন’, এই মন্ত্রই ২১ দিনের লকডাউন সফল করতে দরকার। কেজরিবাল বলেন, করোনাভাইরাস সংক্রমণের জেরে লকডাউনের ফলে যে বিপুলসংখ্যক মানুষ কর্মস্থলের শহর থেকে গ্রামে  গ্রামে ফিরছেন, তাঁদের বলছি,দয়া করে যেখানে আছেন, সেখানেই থাকুন। আমেরিকা,ইতালির মতো কিছু উন্নত দেশে কী ঘটল, আমরা সবাই দেখলাম। ভারতের সৌভাগ্য যে, এখনও সে ওই পর্যায়ে পৌঁছয়নি।  কিন্তু  ভীড়ের মধ্যে ঢুকলে সংক্রমণের আশঙ্কা থাকবেই।

দিল্লি সরকার স্কুলে স্কুলে থাকার বন্দোবস্ত করেছে বলে জানিয়ে তিনি বলেন, আমরা স্টেডিয়ামগুলি খালি করেছি যাতে দরকার পড়লে সেখানে লোকে থাকতে পারে। ৪ লক্ষ মানুষকে বিনা পয়সার রোজ খাওয়ানোর ব্যবস্থা করেছি। আসুন আমরা একসঙ্গে লড়াই করি।