মুম্বই: বাণিজ্যনগরী জুড়ে আজ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। আইএমডি মুম্বই ও আশেপাশের এলাকায় লাল সতর্কতা জারি করেছে। সকাল থেকেই আকাশের মুখ ভারী।আবহাওয়ার পূর্বাভাস শুনে আজ মুম্বইয়ের স্কুল-কলেজও বন্ধ রয়েছে।
বেশি বৃষ্টির সম্ভবনা মহারাষ্টের রায়গাদ জেলায়। বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ ছাড়াতে পারে ২০৪ মিলিমিটার। তার সঙ্গে মুম্বই, রায়গাদ, সাতারা, সাংলি জেলায় ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মুম্বইতে বৃষ্টিপাত চলবে শুক্রবারও।
মহারাষ্ট্রের স্কুলশিক্ষামন্ত্রী আশিস শেলার ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে মুম্বইতে বৃহস্পতিবার সব স্কুল ও জুনিয়র কলেজে ছুটি ঘোষণা করা হল। তাছাড়াও তিনি বলেন, মহারাষ্ট্রের অন্যান্য এলাকায় অবস্থা বুঝে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জেলাশাসকরা।