নয়াদিল্লি: অত্যন্ত জনপ্রিয় চিনা ভিডিও অ্যাপ টিকটক ভারতে নিষিদ্ধ করেছে কেন্দ্র। ১৩০ কোটির বাজারে ফের ঢুকতে মরিয়া টিকটক এবার চেষ্টা করছে, এক ভারতীয় বিনিয়োগকারী ধরার, যারা ভারতে তাদের সংস্থার শেয়ার কিনে নেবে। এ জন্য মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দ্বারস্থ হয়েছে তারা।
আমেরিকায় যেভাবে তারা ব্যবসা চালু রাখার চেষ্টা করছে, ভারতের ক্ষেত্রেও একই পদক্ষেপ করতে চায় টিকটক। টিকটকের মালিক যে চিনা কোম্পানি, সেই বাইটডান্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর আমেরিকা ছাড়তে বাধ্য হয়েছে। এবার তারা মাইক্রোসফটের সঙ্গে আলোচনা চালাচ্ছে যাতে তারা টিকটকের মার্কিন শেয়ার কিনে নেয়। একইভাবে রিলায়েন্সের দ্বারস্থ হয়েছেন টিকটকের সিইও কেভিন মায়ার। বরিষ্ঠ রিলায়েন্স আধিকারিকদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চালাচ্ছেন তিনি, দেখা হচ্ছে, রিলায়েন্স টিকটকের ভারতীয় অংশের শেয়ার কিনে নিতে উৎসাহী কিনা।
রিলায়েন্স ও জিওর কর্পোরেট ডেভেলপমেন্ট, স্ট্র্যাটেজি ও এমঅ্যান্ডএ টিম খতিয়ে দেখছে, এই পরিস্থিতিতে টিকটকে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে কিনা। এই মুহূর্তে তারা অবশ্য এ বিষয়ে মন্তব্য করতে চায়নি, পুরোটাই জল্পনা ও গুজব বলে উড়িয়ে দিয়েছে। রিলায়েন্স মুখপাত্র জানিয়েছেন, তাঁদের সংস্থা নিয়মিত নানা বাণিজ্যিক সুযোগসুবিধে খতিয়ে দেখে। সেবি-র নিয়মকানুন মেনে ও স্টক এক্সচেঞ্জের সঙ্গে রিলায়েন্সের চুক্তিমত প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে শোনা যাচ্ছে, রিলায়েন্স টিকটকের শেয়ার কিনতে তেমন আগ্রহী নয়, কারণ রাস্তায় বহু বাধা রয়েছে বলে তারা মনে করছে। তাই আলোচনা চলছে একেবারেই প্রাথমিক পর্যায়ে।
টিকটক ইন্ডিয়ার শেয়ার কিনে নিতে পারে রিলায়েন্স, বলছে রিপোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Aug 2020 08:12 AM (IST)
রিলায়েন্স ও জিওর কর্পোরেট ডেভেলপমেন্ট, স্ট্র্যাটেজি ও এমঅ্যান্ডএ টিম খতিয়ে দেখছে, এই পরিস্থিতিতে টিকটকে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে কিনা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -