মুম্বই: বৃহস্পতিবার সর্বভারতীয় নিউজ চ্যানেল রিপাবলিক টিভির বিরুদ্ধে টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট জালিয়াতির অভিযোগ তুললেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংহ। তিনি জানিয়েছেন, সম্প্রতি দু’জনকে গ্রেফতারের পর বিষয়টি সামনে আসে। এই অভিযোগে যত পদস্থ ব্যক্তির নামই উঠে আসুক না কেন, তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি। চ্যানেলের ডিরেক্টর তথা প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়ে তিনি বলেছেন, রিপাবলিক টিআরপি-র জন্য টাকা দিয়েছে, তাদের প্রোমোটার, ডিরেক্টরকে সন্দেহ কর হচ্ছে। প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্ত হবে।
টিআরপির ওপর ভিত্তি করে বিভিন্ন চ্যানেল বিজ্ঞাপন পায়। তাই টিআরপি যে কোনও চ্যানেলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর টাকার লোভ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে এই টিআরপিই চড়চড় করিয়ে বাড়িয়ে দেখানোর অভিযোগ উঠেছে রিপাবলিক টিভি এবং দু’টি ছোট মারাঠি চ্যানেলের বিরুদ্ধে। কীভাবে জালিয়াতির বিষয়টি সামনে এসেছে, তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার। তিনি বলেছেন, বার্ক টিআরপি দেখে। একটা ব্যারমিটার আছে। মুম্বইয়ে এটা দেখে হনসা এজেন্সি। হনসার এক প্রাক্তন কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যে ফেক টিআরপির জন্য কাজ করত। তার অ্যাকাউন্টে প্রায় ২৮ লক্ষ টাকা রয়েছে। ছোট মারাঠি চ্যানেলের দু’জনকে গ্রেফতার করা হয়. হনসা মুম্বই পুলিশের কাছে অভিযোগ করেছিল অর্ণব গোস্বামীকে নিয়ে. ৩টি চ্যানেলের যে-ই থাকুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
তবে মুম্বই পুলিশের এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ এবং নেটওয়ার্কের প্রোমোটার অর্ণব গোস্বামী বিবৃতি দিয়ে দাবি করেছেন, মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং রিপাবলিক টিভির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন। কারণ, সুশান্ত সিং রাজপুত সংক্রান্ত তদন্তে আমরা তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। রিপাবলিক টিভি মুম্বইয়ের পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করবে।
ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ইন্ডিয়া বা বার্ক, যারা এই টিআরপির তত্ত্বাবধনা করে. তাদের পক্ষ থেকে অবশ্য পরিষ্কারভাবে জানানো হয়েছে,
আমরা নিজেদের সচেতনতা এবং অনুশাসনের প্রতি দায়বদ্ধ। ‘ভারত কী দেখছে’ তা নিরপেক্ষ এবং সঠিকভাবে দেখিয়ে যাবে বার্ক। মুম্বই পুলিশের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।। তাদের সাহায্য করতেও আমরা তৈরি।
টিআরপির দৌড়ে শীর্ষে থাকতে গিয়ে অনেক সময়ই প্রকৃত সাংবাদিকতা হারিয়ে যাচ্ছে বলে বুধবারই আক্ষেপ প্রকাশ করেন কেন্দ্রীয় তথ্যসম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর। এর ২৪ ঘণ্টার মধ্যে টিআরপি-জালিয়াতি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার।
টাকা দিয়ে টিআরপি জালিয়াতি? অভিযুক্ত সর্বভারতীয় টিভি চ্যানেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Oct 2020 09:30 PM (IST)
টিআরপির ওপর ভিত্তি করে বিভিন্ন চ্যানেল বিজ্ঞাপন পায়। তাই টিআরপি যে কোনও চ্যানেলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর টাকার লোভ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে এই টিআরপিই চড়চড় করিয়ে বাড়িয়ে দেখানোর অভিযোগ উঠেছে রিপাবলিক টিভি এবং দু’টি ছোট মারাঠি চ্যানেলের বিরুদ্ধে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -