রঞ্জিত হালদার, সন্দীপ সরকার, সোনারপুর: স্পেশাল লোকাল ট্রেনে সাধারণ যাত্রী। চেকিং হতেই তুলকালাম সোনারপুর স্টেশনে। ট্রেনে ভাঙচুর, অবরোধ। গ্রেফতার বেশ কয়েকজন।


আনলক ফাইভ শুরু হলেও, এখনও সাধারণ যাত্রীদের জন্য চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু তাতেও এড়ানো গেল না গণ্ডগোল। ট্রেন লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি। ধুন্ধুমার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর স্টেশনে।

করোনা আবহে লোকাল ট্রেন বন্ধ থাকলেও, রেলকর্মীদের জন্য চলছে স্পেশাল ট্রেন। আরপিএফ-এর তরফে জানানো হয়েছে, আজ বারুইপুর থেকে রেলকর্মীদের নিয়ে আসছিল স্পেশাল ট্রেন। তাঁদের কাছে খবর আসে, অনেক সাধারণ যাত্রীও ওই ট্রেনে উঠে পড়েছেন। সোনারপুরে ট্রেন ঢোকার পর, রেলপুলিশ ট্রেনে উঠে চেকিং শুরু করে। প্রচুর সাধারণ যাত্রীকে চিহ্নিত করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এরপরই ট্রেন লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন সাধারণ যাত্রীরা। সকাল সাতটা দশ নাগাদ রেললাইনে অবরোধ করেন যাত্রীরা। শুরু হয় ট্রেনে ভাঙচুর। মুড়িমুরকির মতো পড়তে থাকে পাথর। সেই পাথরের আঘাতে জখমও হয়েছেন বেশ কয়েকজন। প্রায় আধ ঘণ্টা ধরে চলে গণ্ডগোল। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে রেল সূত্রে খবর।