শিবপুরে এসএফআইয়ের মিছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে সভা, আজ একাধিক কর্মসূচী ঐশী ঘোষের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Feb 2020 11:06 AM (IST)
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের আজ কলকাতা ও হাওড়ায় দিনভর কর্মসূচি। সকালে শিবপুরে এসএফআইয়ের মিছিলে যোগ দেবেন ঐশী। আইআইইএসটি থেকে শরৎ সদন পর্যন্ত মিছিল।
কলকাতা: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের আজ কলকাতা ও হাওড়ায় দিনভর কর্মসূচি। সকালে শিবপুরে এসএফআইয়ের মিছিলে যোগ দেবেন ঐশী। আইআইইএসটি থেকে শরৎ সদন পর্যন্ত মিছিল। দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে এসএফআইয়ের সভা ও মিছিল। সেখানেও উপস্থিত থাকবেন ঐশী ঘোষ। বিকেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আহ্বানে আলোচনা সভায় যোগ দেবেন জেএনইউ-এর ছাত্র সংসদের সভানেত্রী। সন্ধেয় পার্ক সার্কাসে এনআরসি-সিএএ বিরোধী অবস্থানেও উপস্থিত থাকবেন ঐশী ঘোষ। গতকাল বৃহস্পতিবার কলকাতায় কলকাতায় সিএএ-এনআরসি-র প্রতিবাদে নামেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঐশীকে সভা করতে দেওয়া হয়নি।বৃহস্পতিবার সেভ অটোনমি সেভ ইউনিভার্সিটি ফোরামের উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সভা করার কথা ছিল জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। কিন্তু, সভা শুরুর আগেই আচমকা ক্যাম্পাসের দু’টি গেট আটকে দেওয়া হয়। উদ্যোক্তাদের দাবি, তাঁরা অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। যদিও, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অনুমতি চেয়ে কোনও আবেদনই করা হয়নি। উপাচার্যের বক্তব্য,বহিরাগতকে এনে ক্যাম্পাসে রাজনৈতিক সভা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবিরোধী। এই সভার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে কোনও আবেদন আসেনি। যদিও, উপাচার্যের এই দাবি খারিজ করে দেন উদ্যোক্তারা।গেট বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে বন্ধ দরজার ওপারে, ক্যাম্পাসের মধ্যেই মিছিল শুরু করেন শিক্ষক ও পড়ুয়ারা। অনেকে অবস্থানেও বসে পড়েন।গেটের বাইরে দাঁড়িয়ে সভা করেন ঐশী ঘোষ। মিছিলের অনুমতি না পেয়ে গত বুধবার দুর্গাপুরেও রাস্তায় দাঁড়িয়ে সভা করেছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ফটকের বাইরে সভা করার পরে কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর মূর্তি থেকে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত নাগরিক মিছিলে যোগ দেন ঐশী।ঐশীর সঙ্গে মিছিলে ছাত্র-যুবদের পাশাপাশি হাঁটেন তরুণ মজুমদার, চন্দন সেন, অনীক দত্ত প্রমুখ বিশিষ্ট জন।