১১ সেকেন্ডের ভিডিওতে ওই বৃদ্ধাকে রাস্তার ঝুপড়ির সামনে বসে থালা বাজাতে দেখা যাচ্ছে। ঘটনাচক্রে জনতা কার্ফু পালন করলেও রবিবার বিকালেও কাঁসর-ঘন্টা হাতে দলবেঁধে রাস্তায় নেমে পড়ে বহু মানুষ। পশ্চিমবঙ্গ সহ কোনও কোনও রাজ্যে লকডাউন বহাল থাকলেও সরকার, প্রশাসনের আবেদনে কর্ণপাত না করে জায়গায় জায়গায় লোকজনকে আর পাঁচটা দিনের মতো রাস্তায় জড়ো হতে দেখা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে মানুষকে বোঝাতে এই বার্তা প্রধানমন্ত্রীর। ফুটপাথবাসী বৃদ্ধার থালা বাজানোর ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রীর বার্তা, ঘরে থাকুন, এই মায়ের অনুভূতিকে সম্মান করুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Mar 2020 02:45 PM (IST)
ঘটনাচক্রে জনতা কার্ফু পালন করলেও রবিবার বিকালেও কাঁসর-ঘন্টা হাতে দলবেঁধে রাস্তায় নেমে পড়ে বহু মানুষ। পশ্চিমবঙ্গ সহ কোনও কোনও রাজ্যে লকডাউন বহাল থাকলেও সরকার, প্রশাসনের আবেদনে কর্ণপাত না করে জায়গায় জায়গায় লোকজনকে আর পাঁচটা দিনের মতো রাস্তায় জড়ো হতে দেখা যাচ্ছে।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে গত রবিবার করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফু পালন করেছেন আমজনতা। এর উদ্দেশ্য ছিল ঘরে বন্ধ থেকে মারণ ভাইরাস সংক্রমণের সম্ভাবনা রোধ করা। বিকাল ৫টায় তিনি করোনাভাইরাস বিরোধী যুদ্ধে সামিল ডাক্তার, নার্স, সাফাইকর্মী সহ সবাইকে সম্মান জানাতে হাততালি দিতে, থালা বাজাতে বা কাঁসরঘন্টা বাজাতে বলেছিলেন জনসাধারণকে। আজ এক গৃহহীন ফুটপাথবাসী বৃদ্ধার থালা বাজানোর ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী ঘরে থাকার ডাক দিয়ে লেখেন, এই মায়ের অনুভূতিকে আসুন আমরা সম্মান জানাই, ঘরের ভিতর থাকি। উনি আমাদের এই বার্তাই দিচ্ছেন।