নয়াদিল্লি: আরজিকর কাণ্ডে সরব কলকাতা-সহ সারা দেশ। আর এবার সারা দেশের কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।মূলত আরজিকর কাণ্ডের পর আর ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্র। এবার তাই কেন্দ্রের অধীনস্ত সকল হাসপাতালগুলিতে নিরাপত্তা কর্মীর সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।
আরজিকর কাণ্ডে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
আরজিকরে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে নেমেছে বাংলা -সহ সারা দেশ। চিকিৎসকেরা কেন্দ্রীয় আইন আনার দাবি জানিয়েছেন। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নিরাপত্তা ২৫ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। স্বাস্থ্যসচিব জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সকল হাসপাতালে নিরাপত্তাকর্মীর সংখ্যা ২৫ শতাংশ বাড়ানো হবে। কেন্দ্রের হাসপাতাল গুলিতে মার্শালদের মোতায়েন করা হবে। দেশের সকল কেন্দ্রীয় সরকারের অধীনস্ত হাসপাতালগুলিতে এবার কারা ঢুকছে, কার বের হচ্ছে, অর্থাৎ যাতায়াতের গতিবিধি পর্যবেক্ষণে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সিসি টিভির পাশাপাশি অন্যান্য নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার আইন
তবে চিকিৎসকরা দাবি জানিয়েছিলেন যে, তাঁদের নিরাপত্তার জন্য আলাদা আইন আনতে হবে। এখানে স্বাস্থ্যমন্ত্রকের বার্তা, আরজিকর মামলার উপরে ভিত্তি করে একটি কেন্দ্রীয় আইন নিয়ে আসলে বড় পার্থক্য তৈরি হবে না। এনিয়ে চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র,কেরল, কর্ণাটক এবং আসাম-সহ ২৬ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার আইন রয়েছে।
আরও পড়ুন, RG Kar কাণ্ডে সরব হাইকোর্টের আইনজীবীরাও, বচসায় জড়ালেন কল্যাণ, 'কোনও সভ্য দেশে এমন হয় না..'
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি হয়েছে নিষেধাজ্ঞা
অপরদিকে, বাংলায় মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের পর থেকেই আন্দোলনের আঁতুড়ঘর R G কর মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা। তার প্রেক্ষিতে আগামী ৭ দিন হাসপাতালের আশেপাশে টালা, উল্টোডাঙা, শ্যামপুকুর, এই ৩টি থানা এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। হাসপাতালে ঢোকার মূল রাস্তা বেলগাছিয়া রোড থেকে J K মিত্র রোড ক্রসিং ও আরেকদিকে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে J K মিত্র রোডের আশপাশের এলাকায় ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।