ভোপাল: ভোপালে এবার থেকে আর বিনা হেলমেটে মোটর বাইক আরোহীদের নিস্তার নেই। পুলিশ তাঁদের জন্য যে সাজা বার করেছে তাতে পকেটে নতুন করে টান না পড়লেও চোখে আপনা আপনি জল আসতে বাধ্য। পুলিশ বলেছে, হেলমেট না পরলে এবার ১০০ শব্দের প্রবন্ধ লিখে কারণ জানাতে হবে।
গতকাল ভোপালে শেষ হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। গত ৭ দিন ধরে ১৫০-র বেশি হেলমেট ছাড়া বাইক আরোহী ১০০ শব্দের এই প্রবন্ধ লিখতে বাধ্য হয়েছেন। প্রত্যেককে লিখিতভাবে জানাতে হয়েছে, বাইক চালাতে হেলমেট অত্যাবশ্যক হওয়া সত্ত্বেও কেন তাঁরা তা ব্যবহার করেননি। অটো চালকদের জন্য করা হয়েছে আই চেকআপ ক্যাম্প।
অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ চৌহান বলেছেন, পথ নিরাপত্তা সপ্তাহ শেষ হয়েছে তো কী, হেলমেট না পরলেই প্রবন্ধ লিখতে দেওয়া চলবে।
বাইক চালাচ্ছেন, মাথায় হেলমেট নেই? লিখুন ১০০ শব্দের প্রবন্ধ, দাওয়াই ভোপাল পুলিশের
ABP Ananda, Web Desk
Updated at:
18 Jan 2020 01:34 PM (IST)
গতকাল ভোপালে শেষ হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। গত ৭ দিন ধরে ১৫০-র বেশি হেলমেট ছাড়া বাইক আরোহী ১০০ শব্দের এই প্রবন্ধ লিখতে বাধ্য হয়েছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -