মুম্বই: চলে গেলেন চিত্র-পরিচালক বাসু চট্টোপাধ্যায়। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ মুম্বইয়ের বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ডায়াবেটিস এবং উচ্চ-রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
সাতের ও আটের দশকে বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বাসু চট্টোপাধ্যায়। তাঁর পরিচালিত 'চিতচোর', 'ছোটি সি বাত', 'রজনীগন্ধা', 'শৌকিন', 'উসপার', 'বাতোঁ বাতোঁ মেঁ', 'খাট্টা-মিঠা', 'পিয়া কা ঘর', 'চক্রব্যুহ', 'রুকা হুয়া ফৈসলা', 'জীনা ইয়াহাঁ', 'প্রিয়তমা', 'স্বামী', 'আপনে পরায়ে'-এর মতো বহু ছবি আজও দর্শকদের মনে অমলিন হয়ে রয়েছে।
তাঁর পরিচালিত আরও কিছু মনে রাখার মতো ছবি হল 'রত্নদীপ', 'সফেদ ঝুট', 'মনপসন্দ', 'হামারি বহু অলকা' ও 'কমলা কি মৌত'। এছাড়া, 'হঠাত্ বৃষ্টি', 'টক ঝাল মিষ্টি', 'ত্রিশঙ্কু'-র মত বেশ কিছু বাংলা ছবিও পরিচালনা করেছেন বাসু চট্টোপাধ্যায়।
সিনেমার পাশাপাশি টেলিভিশনের 'রজনী', 'ব্যোমকেশ বক্সী'-র মতো বেশ কিছু ধারাবাহিকও পরিচালনা করেন তিনি। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ‘সারা আকাশ’ ছিল বাসু চট্টোপাধ্যায়ের প্রথম ছবি।
কেরিয়ারের প্রথম পর্যায়ে তিনি ইলাস্ট্রেটর এবং কার্টুনিস্ট হিসেবেও কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক জ্ঞাপন করেছেন পরিচালক সুজিত সরকারও।