নয়াদিল্লি: রিপড জিন্স বিতর্কে ক্ষমা চাইলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। কিন্তু একইসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন, ছেঁড়া জিন্স পরা ঠিক নয়। শুক্রবার তিনি বলেন, জিন্স পরা নিয়ে তিনি যে মন্তব্য তা কাউকে আঘাত করে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। তবে পাশাপাশি তিনি বলেছেন, জিন্স পরা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। কিন্তু তা ছেঁড়া বা রিপড হলে সেটা ঠিক নয়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা খুব সাধারণ পরিবারে বড় হয়েছি। আমরা স্কুলে গিয়ে যদি দেখতাম, প্যান্টের কোথাও ছিঁড়ে গেছে, তাহলে সেটা ভয়ে আটকে রাখতাম। এখন ২ হাজার ৪ হাজার টাকা খরচ ছেঁড়া জিন্স কেনে। অনেকে আবার তা ছিঁড়েও নেন। তাঁর বক্তব্য কোনও পরিবারে অনুশাসন থাকলে এটা হয় না। তিনি বলেন, এটা শুধুমাত্র বাহ্যিক শিক্ষার বিষয় নয়। আমার বাড়িতে যে মেয়ে রয়েছে তার ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। নিজের অবস্থান স্পষ্ট করে এদিন তিনি বলেন, আমার মন্তব্য কারোর খারাপ লেগে থাকলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। জিন্স পরা নিয়ে কোনও আপত্তি নেই। কিন্ত ছেঁড়া জিন্স নিয়ে আপত্তি আছে।
ঠিক কী বলেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী?
গত মঙ্গলবার শিশুদের অধিকার নিয়ে উত্তরাখণ্ড রাজ্য কমিশন দেরাদুনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার মহিলাকর্মীকে ছেঁড়া জিন্সের প্যান্ট পরতে দেখে বিস্মিত হন তিরথ সিং রাওয়াত। এই ধরণের পোশাক সমাজে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি। একবারে সরাসরি ওই মহিলার পোশাক নিয়ে প্রতিবাদ করে বসেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতির পরিপন্থী রিপড জিন্স, শিশুদের সামনে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করে এই পোশাক’। এখানেই শেষ নয়। তিরথ আরও বলেন, ‘কাঁচি দিয়ে পোশাক কেটে হাঁটু দেখিয়ে বড়লোকদের অনুসরণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা কি আমাদের মূল্যবোধগুলোকেও কাঁচি দিয়ে কেটে ফেলছি?’
স্পষ্টতই, একবিংশ শতাব্দীতে রাজ্যের এক মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড় সোশ্য়াল মিডিয়া। মুখ্য়মন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে রাজনীতিবিদ তথা অভিনেত্রী জয়া বচ্চন। তিনি বলেন, এই ধরনের মানসিকতা মহিলাদের বিরুদ্ধে অপরাধকে উৎসাহিত করে। বিতর্কের আবহে এবার নিজের অবস্থান নিয়ে ফের মুখ খুললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।