ছবিতে ঋষি দুধের শিশু, লতা তখন তরুণী। কোলে নিয়ে আছেন তাঁকে। ঋষি লিখেছেন, নমস্কার লতাজি। দেখুন আপনার আশীর্বাদে আমি আমার ২ বা ৩ মাসের ছবি খুঁজে পেয়েছি।
পরশু হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিংবদন্তী বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট। ঋষি পোস্ট করেছেন কোবের সঙ্গে পুত্র রণবীরের একটি ছবি।