মুম্বই: টুইটারে নিত্যদিন কিছু না কিছু পোস্ট করতে থাকেন ঋষি কপূর। দিনকয়েক আগে প্রাণের শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন। আর এবার শেয়ার করলেন লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর ছবি।

ছবিতে ঋষি দুধের শিশু, লতা তখন তরুণী। কোলে নিয়ে আছেন তাঁকে। ঋষি লিখেছেন, নমস্কার লতাজি। দেখুন আপনার আশীর্বাদে আমি আমার ২ বা ৩ মাসের ছবি  খুঁজে পেয়েছি।


পরশু হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিংবদন্তী বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট। ঋষি পোস্ট করেছেন কোবের সঙ্গে পুত্র রণবীরের একটি ছবি।