নয়াদিল্লি: যৌনগন্ধী মন্তব্য করে এবার বিপাকে রাষ্ট্রীয় জনতা দলের নেতা। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য। তাঁর দাবি, মহিলা সংরক্ষণ বিল পাস হওয়ার পর মেয়েদের মধ্যে বব-কাট ছাঁটের চুল রাখার প্রবণতা বাড়বে। লিপস্টিক লাগিয়ে দেদার ঘুরে বেড়াবেন মেয়েরা। তাঁর এই মন্তব্য ঘিরে সমালোচনার ধড় বইছে সোশ্যাল মিডিয়ায়। (Abdul Bari Siddiqui)


RJD-র বর্ষীয়ান নেতা আব্দুল বরি সিদ্দিকি এই বিতর্কিত মন্তব্য করেছেন। বিহারের মুজফ্ফরনগরে একটি সভায় ভাষণ দিচ্ছিলেন আব্দুল। সেখানেই এই মন্তব্য করেন তিনি। বলেন, "মহিলা সংরক্ষণের দোহাই দিয়ে এবার ববক-কাট চুল রাখতে শুরু করবেন মেয়েরা। লিপস্টিক লাগিয়ে দেদার ঘুরতে শুরু করবেন। তাই অনগ্রসর শ্রেণির মহিলাদের সংরক্ষণ দেওয়ার কথা ভাবা উচিত সরকারের।" (Women's Reservation Bill)


সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে। এর আওতায় লোকসভা এবং বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া প্রস্তাব পাস হয়েছে। প্রায় সব দলই এই বিলে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি, বিলটিতে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মেয়েদের সংরক্ষণ দেওয়া এবং এখন থেকেই আইন কার্যকর করার দাবি তুলেছেন বিরোধীরা। 


আরও পড়ুন: RS 2000 Currency: আজই শেষ দিন নয়, ২০০০ টাকার নোট বদলে নিতে আরও এক সপ্তাহ সময় দিল RBI


লালুপ্রসাদ যাদবের RJD-ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মেয়েদের সংরক্ষণ দেওয়ার দাবি জানায়। এর পরই আব্দুলের এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি সামনে আসতে যদিও সাফাই দিয়েছেন আব্দুল। তাঁর দাবি, গ্রামবাসীদের সহজ করে বোঝাতে 'গ্রাম্য ভাষা'য় কথা বলছিলেন তিনি। বিলটি পাস হওয়ার পর মেয়েরা যে বাড়তি সুবিধা পাবেন, তা-ই বোঝাচ্ছিলেন। খামোকা বিতর্ক হচ্ছে এ নিয়ে। তাঁর দল গোড়া থেকেই মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানিয়ে এসেছে। 


যদিও সমালোচনা থেকে রক্ষা পাচ্ছেন না আব্দুল। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা কৌশল কিশোর। আব্দুল নিজের সংকীর্ণ মানসিকতারই পরিচয় দিয়েছেন বলেদাবি তাঁক। কৌশল বলেন, "অত্যন্ত সংকীর্ণ মানসিকতার পরিচয়। নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদে প্রবেশ করেন যাঁরা, দেশের সংবিধান এবং আইন পড়েই ঢোকেন, জনস্বার্থে কথা বলেন তাঁরা। বিধানসভা এবং লোকসভায় পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তাঁরা, দেশের উন্নতির জন্য আইন তৈরিতে যোগ দেবেন।"


আব্দুলের তীব্র সমালোচনা করেন বিরোধী জোট I.N.D.I.A-র শরিক JMM-ও। দলের সাংসদ মহুয়া মাজি বলেন, "২১ শতকে পৌঁছে গিয়েছি আমরা। মেয়েরা আঘাত পান, এমন মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। আমরা অন্যান্য অনগ্রসর শ্রেণির মেয়েদেরও সংরক্ষণ দেওয়ার পক্ষে। তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির মেয়েদেরও এর আওতায় আনার পক্ষপাতী।"





মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানালেও, বরাবরও অন্যান্য শ্রেণির মেয়েদের তার অন্তর্ভুক্ত করার পক্ষে সওয়াল করে এসেছে RJD. সংসদে তর্ক-বিতর্ক চলাকালীন খোলাখুলি নিজেদের পক্ষও জানান তাঁরা। সমাজজবাদী পার্টিও অন্যান্য শ্রেণির মেয়েদের সংরক্ষণ দেওয়ার কথা বলে এসেছে আগাগোড়া। নইলে শুধুমাত্র সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবারের মেয়েরাই সুবিধা ভোগ করবেন, বাকিরা বঞ্চিত থাকবেন বলে যুক্তি দেয় তারা। কেন্দ্রের তরফে যদিও সেই দাবিতে সিলমোহর দেওয়া হয়নি।