বাগদাদ: ইরাকের সালাহুদিন প্রদেশের বালাড বায়ুসেনা ছাউনিতে ফের ঘটল রকেট হানা। সাতটি কাতিউসা রকেট ওই মার্কিন ছাউনিতে আঘাত করে, এতে ৪ জন মারা গিয়েছেন, তাঁদের জন্য ২ জন ইরাকি সেনা আধিকারিক।

এই বায়ুসেনা ছাউনি বাগদাদের ৯০ কিলোমিটার উত্তরে। ৪ জনের প্রাণহানির পাশাপাশি বেশ কয়েকটি বহুতলও রকেট হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও জানিয়েছেন, যেভাবে ইরাকের সেনা ছাউনিগুলিতে রকেট হামলা চলছে তাতে তিনি ক্রুদ্ধ।


বুধবার ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, মেজর জেনারেল কাসেম সোলেমানিকে ড্রোন আক্রমণে হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকের আইন আল আসাদে মার্কিন বায়ুসেনা ছাউনিতে হামলা চালিয়েছে তারা। হোয়াইট হাউস ও পেন্টাগনও জানায় ১০টি ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে ওই ছাউনিতে। তবে এর ফলে কোনও সেনা কর্মী হতাহত হননি বলে দাবি করে তারা।