কলকাতা: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। রাজভবনের গেটে বিক্ষোভ নিয়ে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে আক্রমণ রাজ্যপালের। রিপোর্ট চেয়ে আজ বিকেল ৫টায় পুলিশ কমিশনারকে ডেকে পাঠালেন তিনি।


জগদীপ ধনকড়ের ট্যুইট, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও রাজভবনের প্রধান ফটকের সামনে যে খুশি চলে আসছে। পুলিশের ভূমিকা উদ্বেগজনক।রাজভবনের নর্থ গেটের সামনে একপাল ভেড়া নিয়ে হাজির হয় একটি লোক। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছিল। ওই ব্যক্তিকে সরানোর কোনও চেষ্টা করা হয়নি। তার কাছে কোনও অস্ত্র আছে কি না তাও জানার চেষ্টা হয়নি। এইসমস্ত ঘটনায় রাজ্যপাল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এ ধরনের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে আজ বিকেল ৫টায় কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছি। ট্যুইটে জানিয়েছেন রাজ্যপাল। 



উল্লেখ্য গতকাল, রাজভবনের সামনে এক ব্যক্তি একপাল ভেড়া নিয়ে প্রতিবাদ করেন। সেই ভিডিও পোস্ট করেছেন রাজ্যপাল। সেখানে তিনি লিখেছেন, কলকাতা পুলিশের ভূমিকা হাস্যকর। এই ব্যক্তি রাজভবনকে পিছনে রেখে ছবি তুলতে এসেছিলেন। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।



ট্যুইটে আরও একটি ভিডিও পোস্ট করেছেন রাজ্যপাল। যেখানে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এক ব্যক্তি। ভিডিওতে শোনা যাচ্ছে ওই ব্যক্তি বলছেন, “রাজ্যপালের অফিস ভাঙচুর হবে।“ ভিডিও পোস্ট করে রাজ্যপাল লিখেছেন, রাজভবনের বাইরে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।



পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে শপথ নেওয়ার পর থেকে জগদীপ ধনকড়ের সঙ্গে কখনও রাজ্য সরকার আবার কখনও শাসকদল তৃণমূলের সংঘাত কারও অজানা নয়। কিন্তু তৃতীয় মমতা সরকারের শুরু থেকে সেই সংঘাতের মাত্রা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে জেলা পরিদর্শনে বেরিয়েছেন। বারবার প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। সোমবার নারদকাণ্ডে সিবিআই যখন চার হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়কদের গ্রেফতার করেছে, তখনও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কখনও প্রশ্ন তুলে, আবার কখনও হুঁশিয়ারির সুরে ট্যুইট করেছেন রাজ্যপাল।


উল্লেখ্য, রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ জানাতে সোমবার রাজভবন পর্যন্ত পৌঁছে গেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। আর মঙ্গলবার ভেড়ার পাল নিয়ে প্রতিবাদ দেখানো হল। পরনে সাদা পঞ্জাবি, জিন্স। পায়ে চামড়ার জুতো। সঙ্গে একপাল ভেড়া। মঙ্গলবার দুপুরে এভাবেই একজনের দেখা মেলে রাজভবনের গেটের সামনে। জানা যায়, ওই ব্যক্তির নাম সুমন মিত্র। সিটিজেন্স এগেনস্ট ডার্টি পলিটিক্স অ্যান্ড করাপশন নামে এক সংগঠনের সদস্য। তাঁর দাবি, রাজ্যপালের ভূমিকার প্রতিবাদ জানাতেই এই অভিনব প্রতিবাদ। যদিও, প্রায় সঙ্গে সঙ্গেই রাজভবনের মেন গেটের সামনে থেকে এই ব্যক্তিকে সরিয়ে দেয় পুলিশ।