আব্দুল ওয়াহাব, উত্তর ২৪ পরগনা: ফের লোকালয়ে ঢুকে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে নদী পেরিয়ে এদিন ভোরে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ৪ নম্বর সামশেরনগরে ঢুকে পড়ে বাঘটি। একটি গেস্ট হাউসের পাশে রয়্যাল বেঙ্গলটিকে বসে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। প্রায় ৪০ মিনিট গ্রামে ঘুরে বেড়ায় বাঘটি। শেষে গ্রামবাসীরা লাঠি নিয়ে তাড়া করায়, পিছু হঠে রয়্যাল বেঙ্গল। নদী পার হয়ে ফের ঢুকে পড়ে জঙ্গলের আস্তানায়।


বুধবার ভোরে চোখের সামনে মূর্তিমানকে দেখে আতঙ্ক ছড়ায় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ৪ নম্বর সামশেরনগরে। এলাকার লোকজন জড়ো হয়ে লাঠি নিয়ে তাড়া করে বাঘটিকে। শেষপর্যন্ত নদী পেরিয়ে নিজের আস্তানায় ফিরে যায় দক্ষিণ রায়।


সামশেরনগরের বাসিন্দা নিতাইপদ মণ্ডল জানান, রাতে বাঘ গেস্ট হাউসের বাইরে ছিল, লোকজন তাড়া করলে বাঘটি জঙ্গলে পালিয়ে যায়। এই গ্রামেই গতবছর ঢুকেছিল বাঘ। গৃহস্থের গরু, ছাগল তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। বাঘের হানা আটকাতে নদী ও জঙ্গলের সীমানায় নাইলনের নেট দিয়ে জাল তৈরি করে বন দফতর। সেই জাল কয়েক জায়গায় ছিঁড়েছে। সেখান থেকে বাঘটিকে ঢোকে বলে অনুমান এলাকাবাসীর। বন দফতর সূত্রে খবর, ছিঁড়ে যাওয়া অংশে দ্রুত ফেন্সিংয়ের কাজ শুরু হবে।