কুয়াশা বাধা দিচ্ছে শীতকে, জানাচ্ছে আবহাওয়া দফতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Dec 2020 08:18 AM (IST)
হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহের শেষের দিকে পারদ নামার সম্ভাবনা।
কলকাতা: কুয়াশার দাপটে বাধা শীতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরে তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। যদিও কিছু জেলায় ১৫ ডিগ্রির নীচে রয়েছে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহের শেষের দিকে পারদ নামার সম্ভাবনা।