নয়া দিল্লি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পন অনুভূত হয়েছে কামচাটকার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি অঞ্চলে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে এবং প্রশাসন ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে ।

রাশিয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ঘরবাড়িতে কম্পনের ছবি দেখা গেছে।  অন্যদিকে আরেকটিতে রাস্তায় পার্ক করা একটি গাড়ি এদিক-ওদিক দুলতে দেখা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি অঞ্চলের রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১২৮ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে এবং ১০ কিলোমিটার (ছয় মাইল) অভ্যন্তরে হয়েছে। এরপর পর পর পাঁচটি আফটারশক হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূকম্পনের পরে আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর সুনামির সতর্কতা জারি করেছে।

ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর নেই। গত শনিবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা এলাকা। সেইবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৪।  গত ২০ জুলাইতেই পরপর ৫টি ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা উপদ্বীপ সংলগ্ন এলাকা।

এর আগে রাশিয়ার কামচাটকায় ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের উৎসস্থল িল পূর্ব রাশিয়ার কামচাটকা  পেত্রোপভলভস্ক-কামচাটস্কি এলাকায় মাটির ৩৯ মিটার গভীরে। সেবারও  পরপর ৫ বার কম্পন হয়। এর আগে ৩০ জুলাই সাখালিন প্রদেশের কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৭। কামচাটকা উপকূলে আছড়ে পড়ে ২৫ ফুটেরও বেশি উঁচু ঢেউ। রাশিয়ার পাশাপাশি, সুনামি আছড়ে পড়ে জাপানের বিভিন্ন জায়গায়।                                    

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিকটবর্তী উপকূলরেখায় সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করেছে। গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, "এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। উপদ্বীপের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণকে সতর্ক করা হচ্ছে"। 

কামচাটকা উপদ্বীপটি রিং অফ ফায়ার নামে পরিচিত একটি টেকটনিক বেল্টে অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশকে ঘিরে রয়েছে এবং ভূমিকম্পের জন্য একটি হটস্পট। জুলাই মাসে, এই অঞ্চলের উপকূলে ৮.৮ মাত্রার একটি বিরাট ভূমিকম্পের ফলে সুনামি হয়েছিল। উপকূলীয় একটি গ্রামের কিছু অংশ সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়।