কিভ: রুশ হামলার ২০তম দিনে কার্যত ধ্বংসস্তূপ ইউক্রেন। এরই মধ্যে মঙ্গলবার কানাডার পার্লামেন্টে এক বক্তৃতায় রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালানোর পর থেকে এখনও পর্যন্ত ৯৭ জন ইউক্রেনীয় শিশুর মৃত্যু ঘটেছে। এই প্রেক্ষাপটে মিত্রপক্ষদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
একটি ভিডিও বার্তায় তিনি বলেন, "রাশিয়ার সামরিক বাহিনী সবকিছু ধ্বংস করে দিচ্ছে। স্মৃতিসৌধ, স্কুল, হাসপাতাল, আবাসন কমপ্লেক্স কোনও কিছুই বাদ দিচ্ছে না তাঁরা। ইতিমধ্যেই ৯৭ জন ইউক্রেনীয় শিশুকে হত্যা করেছে। আমরা খুব বেশি কিছু চাইছি না। আমরা ন্যায়বিচার চাইছি, সত্যিকারের সমর্থনের জন্য। নিজেদের রক্ষা করতে, জীবন বাঁচাতে সাহায্য করুন"।
এদিকে আজই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ ১৫ জন বিশ্বনেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। অন্যদিকে, জেলেনস্কি বলেন, "মানুষ জীবনের প্রতি ভ্লাদিমির পুতিনের নির্লজ্জ অবহেলা গ্রহণযোগ্য নয়।" জেলেনস্কি সামরিক সরঞ্জাম এবং মানবিক সহায়তার জন্য কানাডাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছিলেন, "দুর্ভাগ্যবশত এটি যুদ্ধের অবসান ঘটায়নি।আমাদের সবাইকে রাশিয়াকে থামাতে, ইউক্রেনকে রক্ষা করতে আরও কিছু করতে হবে।"
আরও পড়ুন, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে এবার জরুরি আলোচনায় বসবে ন্যাটো
এরই মধ্যে কিভে ফক্স নিউজের চিত্র সাংবাদিকের মৃত্যু হয়েছে। পেশার খাতিরে সমরে নেমেছিলেন ফক্স নিউজের ক্যামেরাম্যান। কিন্তু রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের খবর করতে গিয়ে জীবনযুদ্ধেই হার মানলেন ফক্স নিউজের ক্যামেরাম্যান পিয়েরে জাকঁরজেউস্কি।
অন্যদিকে, ডনবাসে পাল্টা ইউক্রেনের হামলায় ২০জন রুশ সেনা নিহত। এখনও পর্যন্ত সাড়ে ১৩ হাজার রুশ সেনা যুদ্ধে নিহত হওয়ার দাবি।রুশ হামলা থেকে বাঁচতে কিভে স্থানীয় সময় রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি। এখনও পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ২২ হাজার ৫০০ ভারতীয় ফিরে এসেছেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের উপরে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।