পোল্যান্ড: “ভ্লাদিমির পুতিন একজন কসাই।‘’ ইউক্রেনের (Ukraine) দুই মন্ত্রীর সঙ্গে পোল্যান্ডের (Poland) ওয়ারশতে বৈঠকের পর, এই ভাষাতেই রুশ প্রেসিডেন্টকে (Russia President) কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। বৈঠকের পর ইউক্রেন ছেড়ে আসা শরণার্থীদের সঙ্গে গিয়েও দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট।


রুশ প্রেসিডেন্টকে কটাক্ষ বাইডেনের : এদিন মার্কিন প্রেসিডেন্ট বলেন, “দীর্ঘ যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। বিশ্ববাসীকে রুশ হামলার মুখে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে আছে আমেরিকা। রাশিয়ার নিষ্ঠুরতার বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। ইউক্রেনের বিরুদ্ধে নির্মম যুদ্ধের জন্য রাশিয়াই দায়ী। পোল্যান্ডে বৈঠকের পরে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের। তাঁর কথায়, “গণতান্ত্রিক নীতির ক্ষেত্রে সবাইকে এক হতে হবে ভ্লাদিমির পুতিন। একজন কসাই, রুশ প্রেসিডেন্টকে আক্রমণে বাইডেন। এখনও ১৯ শতকে আটকে আছে রাশিয়া।‘’


ইউক্রেনের পরিস্থিতি: এক মাস পেরিয়ে গেছে। তবু যুদ্ধ থামার তো লক্ষণ নেই, বরং ইউক্রেনের উপর আক্রমণ আরও জোরাল করেছে রাশিয়া। অবিরাম মিসাইল হানা। কখনও আকাশপথে। কখনও সমুদ্র থেকে। শনিবার যখন পোল্যান্ডে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের মন্ত্রীদের দফায় দফায় বৈঠক হচ্ছে, তখন জানা যাচ্ছে ইউক্রেনের বুকে দিনভর রুশ সেনারা তাদের হামলার তীব্রতা বাড়িয়েছে। নতুন করে শনিবার বিকেল থেকে ইউক্রেনের কিভ এ কারফিউ জারি করা হয়েছে সোমবার সকাল পর্যন্ত।


ইউক্রেনের বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, এভাবেই জাইতোমর (Zhytomyr) প্রদেশে তাদের সেনা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে পুতিনের সেনাবাহিনী। ইউক্রেনের বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাইডেনের বৈঠকের সময় উপস্থিত ছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্টও।  বাইডেনের এই বৈঠককে কেন্দ্র করে ওয়ারস শহর জুড়ে নিরাপত্তা ছবি ছিল চোখে পড়ার মতো। চারিদিকে গাড্রেল দিয়ে কড়া নজরদারি ছিল পোল্যান্ড  পুলিশের। সঙ্গে সেনা গোয়েন্দা রাও সজাগ ছিলেন। বেশ কিছুক্ষণের জন্য প্রেসিডেনশিয়াল প্যালেসের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।


আরও পড়ুন: India-China Conflict: দফায় দফায় বৈঠকও নিস্ফল, লাদাখ সীমান্ত থেকে সেনা সরানোয় গড়িমসি চিনের