মস্কো: ৪০০ কেজি! এমনই অস্বাভাবিক ওজন তুলতে গিয়ে দুটি পায়ের হাঁটু ভেঙে ফেললেন রাশিয়ার এক ভারোত্তলক। ছয় ঘণ্টা ধরে তাঁর অপারেশন করা হলেও অবস্থা খুবই সঙ্কটজনক।


চলতি সপ্তাহে মস্কোয় ওয়ার্ল্ড র পাওয়ারলিফটিং ফেডারেশন আয়োজিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যোগ দেন আলেকজান্ডার সেদিখ নামের ওই ভারোত্তলক। বোর্ডের উপরে রাখা ছিল ৪০০ কিলোর স্টিল প্লেট। বোর্ড থেকে প্লেট তুলে নিয়ে পা আর কোমর আগু পিছু করে ব্যালান্স করার সময়ে কোনও কারণে পা বেশি এগিয়ে যায়, আর সমগ্র ওজন এসে পড়ে হাঁটুর উপরে। উভয় হাঁটু ভেঙে পড়ার শব্দও শুনতে পাওয়া গিয়েছে ভাইরাল হওয়া ভিডিয়োয়। হাঁটু ভেঙে মেঝের উপর আছড়ে পড়েন আলেকজান্ডার। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন।


উপস্থিত বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এদিন কিন্তু প্রথম থেকেই আলেকজান্ডারকে একটু নড়বড়ে লাগছিল। ৪৪ কিলো স্টিলের প্লেট স্ট্যান্ড থেকে তোলার পর পরই তিনি যেন ঠিক পোক্ত হয়ে দাঁড়াতে পারছিলেন না। কোথাও একটা ব্যালান্সের সমস্যা হচ্ছিল। সেটাই হাঁটু আগু পিছ করে ঠিক করার সময় মুহূর্তের ত্রুটিতে ঘটে গেল এত বড় দুর্ঘটনা।

অস্ত্রোপচারের পর আলেকজান্ডার বলেন, চিকিৎসকদের পরামর্শমতো এখন মাস দুয়েক বিছানায় শুয়ে থাকতে হবে। পায়ের উপর বিন্দুমাত্র জোরও দেওয়া চলবে না। তারপর ধীরে ধীরে পা নাড়ানো শুরু করতে হবে। আবার নতুন করে হাঁটা শিখতে হবে তাঁকে।