আমদাবাদ: মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যেন সাক্ষাত্‍ নেমে এল মৃত্যু। পুরুষ-মহিলা-শিশুর থিকথিকে ভিড় নিয়েই, তার ছিঁড়ে নীচে পড়ে গেল ঝুলন্ত সেতু। কয়েক মুহূর্তের মধ্যে আমোদ বদলে গেল বিষাদে, হাহাকারে। ভোটের মুখে গুজরাতে (Gujarat) ভয়ঙ্কর সেতু বিপর্যয়। বিপর্যয়ের দায় কার? উঠছে প্রশ্ন। পাশাপাশি গোটা ঘটনায় সমব্যথী বিশ্বও। গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ার ঘটনায় শোকপ্রকাশ করলেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট (President) ভ্লাদিমির পুতিন।                                 


গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ার ঘটনায় রাশিয়া গভীরভাবে শোকপ্রকাশ করছেন। তিনি বলেন, মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রেসিডেন্ট পুতিনের ওই বার্তায় বলা হয়েছে, “প্রিয় রাষ্ট্রপতি মহোদয়া এবং প্রিয় প্রধানমন্ত্রী মহোদয়, গুজরাটের সেতু দুর্ঘটনা খুবই দুঃখজনক। আমি সমব্যথী।” 






আরও পড়ুন, 'একটু চোখের জল ফেলুন, মোদিজী', গুজরাতে সেতু বিপর্যয়ের পর ট্যুইট সুখেন্দুশেখরের


এদিকে, গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর ওপর ব্রিটিশ আমলে তৈরি এই সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিন থেকে ১২ বছরের ৫৬জন শিশু রয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে। এদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।                     


এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও ৷ তিনি টুইটে লিখেছেন, "গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত । মূল্যবান জীবনের ক্ষতির জন্য ভারত সরকার এবং জনগণের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই । আমাদের প্রার্থনা শোকাহত পরিবারগুলির সঙ্গে রয়েছে ৷"