মস্কো: রাশিয়ার বিতর্কিত করোনা টিকা স্পুটনিক ভি-র কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহল যতই প্রশ্ন তুলুক, এবার ভারতে এই টিকার পরীক্ষা হবে। ডিজিসিআই জানিয়েছে, ১০০ জন ভারতীয় স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে এই টিকা। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিসকে এ ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে।
কবে কখন এই পরীক্ষা হবে তা ঠিক করবে ডক্টর রেড্ডিস। জানা গিয়েছে, এই টিকার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করবে তারা, সফল হলে শুরু হতে পারে তৃতীয় দফা। দ্বিতীয় দফায় যোগ দেবেন ১০০ জন স্বেচ্ছাসেবী, তৃতীয় দফায় পরীক্ষা হতে পারে ১৪০০ জনের ওপর। দ্বিতীয় দফার পরীক্ষার নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হলে তবেই তৃতীয় দফার পরীক্ষার অনুমতি দেওয়া হবে। পরীক্ষা রিপোর্ট পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে বিশেষজ্ঞ কমিটি নেবে তৃতীয় দফার পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত।
১৩ অক্টোবর ডক্টর রেড্ডিস এই রুশ করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় দফার পরীক্ষা করতে চেয়ে ডিজিসিআইয়ের কাছে নতুন করে আবেদন করে। এর আগে ৫ তারিখ তারা এ ব্যাপারে আবেদন করেছিল। কিন্তু সাবজেক্ট এক্সপার্ট কমিটি আবেদনপত্র খতিয়ে দেখে জানায়, আরও তথ্য দিয়ে ফের তাদের আবেদন করতে হবে।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড বা আরডিআইএফের সঙ্গে হাত মিলিয়ে স্পুটনিক ভি-র পরীক্ষামূলক প্রয়োগ করবে ডক্টর রেড্ডিস। আরডিআইএফ জানিয়েছে, ডক্টর রেড্ডিসে স্পুটনিকের ১০ কোটি ডোজ পাঠাবে তারা।
১০০ জন ভারতীয় স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা হবে রুশ করোনা টিকা স্পুটনিক ভি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Oct 2020 02:20 PM (IST)
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড বা আরডিআইএফের সঙ্গে হাত মিলিয়ে স্পুটনিক ভি-র পরীক্ষামূলক প্রয়োগ করবে ডক্টর রেড্ডিস।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -