কিভ: ড্রোন পাঠিয়ে ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। তার পাল্টা ইউক্রেনের বিরুদ্ধে চরম অভিঘাতের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া (Russia Ukraine Conflict)। সেই আবহেই ইউক্রেন সীমান্তে রকেট হামলার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। তাতে ১৬ জন প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ (Russia Ukraine War)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ইউক্রেনের দক্ষিণের খেরসন প্রদেশে রকেট হামলা চালায় রাশিয়া। তাতেই ১৬ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার থেকে খেরসনে কার্ফু চলছে, যাতে সৈন্য-সামন্তকে নির্দিষ্ট এলাকায় মোতায়েন করা যায়। স্থানীয় নাগরিকদেরও তার জন্য বাইরে বেরোতে নিষেধ করা হয়েছিল। সেই আবহেই রকেট হামলা চালানো হয়েছে বলে খবর।
বসন্তকালীন হামলার জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। সেই আবহেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এর আগে, গত বছর নভেম্বরেই খেরসন থেকে সরে যেতে বাধ্য হয় রাশিয়া। ইউক্রেনীয় প্রতিরোধের মুখে পড়ে সেনা-সামন্ত নিয়ে পিছু হটতে বাধ্য হয় তারা। তাই নতুন করে হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।
খেরসন প্রদেশের স্থানীয় প্রশাসনের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, জনবসতি পূর্ণ এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে ২২ জন।
বুধবার সকাল থেকেই খেরসনে রাশিয়া হামলা চালাতে শুরু করে বলে দাবি ইউক্রেনের। গোলাগুলি বর্ষণ শুরু হয়। যত বেলা বাড়ে, হামলার তীব্রতা ততই বাড়তে শুরু করে।
এক বছর আগে, যুদ্ধের সূচনাপর্বেই খেরসন দখল করে রুশ সেনা। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত খেরসন তাদের দখলেই ছিল। তবে শক্তি বাড়িয়ে ইউক্রেনের তরফে মজবুত প্রতিরোধ গড়ে তোলা হলে, নিপ্রো নদী পেরিয়ে পিছিয়ে যায় রুশ সেনা। নতুন করে ফের সেখানে রকেট হামলা চালানোয়, তাই উদ্বেগ দেখা দিয়েছে।
খেরসনে রুশ হামলার কয়েক ঘণ্টা আগেই, ইউক্রেনের বিরুদ্ধে ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করে রাশিয়া। ক্রেমলিন প্রাসাদে ড্রোন নামিয়ে ইউক্রেন হামলা চালায় বলে দাবি করে মস্কো। ক্রেমলিন প্রাসাদের মূল ভবনের পিছনে আগুন এবং ধোঁয়া উঠতেও দেখা যায়। একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যদিও তার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
ইউক্রেনের তরফে পুতিনকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ রাশিয়ার। এর পাল্টা তাদে তরফে আক্রমণের তীব্রতা আরও বাড়ানো হবে বলে তখনই হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। তার কয়েক ঘণ্টা পরই খেরসনে রকেট হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সামনে এল। এখনও পর্যন্ত এ নিয় মস্কোর তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।