চণ্ডীগড়: ক্ষমতা থেকে পাঁচ বছর দূরে থাকার পর ফের হরিয়ানার মসনদ দখল করার সম্ভাবনা তৈরি হয়েছে কংগ্রেসের সামনে। এই প্রেক্ষাপটে দলের দাবি, জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার কথা হরিয়ানার ভোটে ফলাও করে বিজেপি প্রচার করলেও, মানুষ তা গ্রহণ করেনি। ফলাফলই তার প্রমাণ। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কং মুখপাত্র জয়বীর শেরগিল বলেন, হরিয়ানার ফল প্রত্যাশিতই ছিল। কংগ্রেস কর্মীরা প্রচণ্ড খেটেছেন। আর তা ভোটের ফলাফলে প্রতিফলিত হচ্ছে। তিনি জানিয়ে দেন, কংগ্রেসই পরবর্তী সরকার গঠন করতে চলেছে। হরিয়ানার ভোটপ্রচারে ৩৭০ অবলুপ্তিকে প্রধান হাতিয়ার করেছিল বিজেপি। এই নিয়ে এদিন গেরুয়া শিবিরকে একহাত নেন শেরগিল। বলেন, হরিয়ানায় কে সরকার গঠন করবে, তা বিচার না করে আমি দায়িত্ব নিয়েই বলছি, ৩৭০ অনুচ্ছেদের তুলনায় মূল্যবৃদ্ধির ইস্যু চেয়ে বড় ভূমিকা পালন করেছে। যে কারণে, বিজেপি হেরেছে। শেরগিল যোগ করেন, রাজ্যের কৃষক ও কর্মহীন যুবসমাজ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে। হরিয়ানার ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে, জেজেপি সরকার গঠনে নির্ধারকের ভূমিকা পালন করতে চলেছে। এই প্রসঙ্গে শেরগিল বলেন, কোনও রাজনৈতিক দল নয়, মানুষই হল আসল ‘কিংমেকার’। মহারাষ্ট্র নিয়েও মুখ খোলেন শেরগিল। বলেন, কাল্পনিক উন্নয়নের ফানুস উড়িয়ে যে ২০০ আসন পাওয়ার আশা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ, তা চুপসে গিয়েছে। এখন সেখানে বিজেপি ও শরিক শিবনেসার মধ্যে দর-কষাকষি চলবে-- ফঢ়ণবীশ না আদিত্য ঠাকরে-- কে মহারাষ্ট্রের ভাবী মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে।