নয়াদিল্লি: বেমক্কা ছবি তোলা নিয়ে পাপারাৎজিদের শাসন করেন তিনি। আবার সংসদে ধারাল ভাষণের জন্যও পরিচিত। এবার রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন। জানিয়ে দিলেন, সাংসদরা কেউ স্কুলে পাঠরত শিশু নন, তাই অপমান সহ্য করার প্রশ্ন ওঠে না।


মঙ্গলবার রাজ্যসভায় সওয়াল-জবাব চলছিল। সেই সময় বিমান পরিবহণ নিয়ে বিরোধীদের একটি প্রশ্ন গ্রহণ না করার অভিযোগ ওঠে। বিরোধীদের ওই প্রশ্ন কেন এড়িয়ে যাওয়া হচ্ছে, সেই নিয়ে কার্যতই তুলকালাম বাধে। আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিরোধী শিবিরের সাংসদরা। তুমুল হই-হট্টগোল শুরু হয়। 


সেই সময় বিরোধীদের তিরস্কার করেন ধনকড়। সকলকে নিজ নিজ আসনে বসার নির্দেশ দেন তিনি। এর পর কংগ্রেসের দীপেন্দ্র সিংহ হুড্ডাকে তিরস্কার করে বলেন, "আপনি ওঁর (জয়া বচ্চন) মুখপাত্র নন। উনি নিজে সংসদের বর্ষীয়ান সদস্যা। ওঁর আপনার সমর্থনের প্রয়োজন নেই। উনি অনেক অভিজ্ঞ সাংসদ।"


আরও পড়ুন: Rahul Gandhi: দলীয় কর্মীকে কুকুরের বিস্কিট খেতে দেন রাহুল? সামনে এল আসল সত্য


বিরোধীদের প্রশ্ন গ্রহণ না করার অভিযোগের প্রেক্ষিতে ধনকড় জানানস আপাতত ১৯ নং প্রশ্নের সওয়াল-জবাব চলছে। তা মিটলে ১৮ নং প্রশ্নে না হয় ফিরে আসা যাবে। ধনকড় বলেন, "প্রশ্ন গৃহীত হবে। তবে সংযত থাকতে হবে সকলকে। সেই উপায় বের করুন আগে। জয় বচ্চনজি একজন বর্ষীয়ান সাংসদ। ওঁর যদি কোনও অনুযোগ থাকে, অবশ্যই আমার জন্য তা গুরুত্বপূর্ণ। জয়াজি আপনার বক্তব্য দেশের সকলেও গুরুত্ব দিয়ে শোনেন। আপনি ভাল অভিনেত্রী। আমি নিশ্চিত, আপরনাকেও রিটেক নিতে হয়েছে।"


এর পর বলার সুযোগ পেয়ে উঠে দাঁড়ান জয়া। আর শুরুতেই ধনকড়কে জবাব দেন তিনি। জয়া বলেন, "চেয়েরকে সম্মান করি আমরা। বরাবর সম্মান করে এসেছি। আপনি বা ডেপুটি চেয়ারম্যান বসতে বললে, অবশ্যই বসব। কিন্তু অন্য কেইউ যদি হাত নেড়ে অঙ্গভঙ্গি করেন, আমরা শুনব না। সরকারকে প্রশ্ন করা আমাদের অধিকার। বলে দিন, আমাদের প্রশ্ন নেবেন না। আমাদের প্রশ্নের জবাব দিতে সমস্যা আছে বা পরে শুনবেন। আমরা অবশ্যই বুঝব। আমরা কেউই এখানে স্কুলে পড়া শিশু নই। সম্মানজনক আচরণ করুন আমাদের সঙ্গে।"



জয়ার বক্তব্য শোনার পর, ধনকড় জানান, এ ব্যাপারে কোনও দ্বিমত নেই। সকলে নিয়ম মেনে চলুন, এটাই চান তিনি। তবে ধনকড় এবং জয়ার ওই কথোপকথন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।