টুইটারে একজন একটি ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, সোনু সমুদ্রের ধারে দাঁড়িয়ে। সঙ্গে লেখা, সোনু সাইক্লোন নিসর্গের জন্য অপেক্ষা করছেন, যাতে তাকে ফেরত পাঠাতে পারেন।
দেখে সোনু ঠাট্টা করেছেন, ঠিক আছে, একেও ছেড়ে আসছি।
করোনা সংক্রমণের পর লকডাউন শুরু হতে গোটা দেশের দরিদ্র মানুষের ত্রাতার ভূমিকায় উঠে এসেছেন সোনু। নিজে ব্যবস্থা করে আটকে পড়া শ্রমিকদের তিনি বাড়ি ফেরত পাঠাচ্ছেন। উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, কর্নাটক- কোথায় না পৌঁছে গিয়েছেন আটকে পড়া মানুষজনের দল, সোনুর সাহায্যে! এমনকী ওড়িশার কাপড়ের কারখানায় কর্মরত কেরলের কয়েকজন মহিলাকে তিনি বিমানে করেও নিজেদের রাজ্যে ফেরত পাঠিয়েছেন।