প্রকাশ সিনহা, কলকাতা: সারদাকাণ্ডে কুণাল ঘোষকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। ৮ মার্চ ফের তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ভোটের মুখে সারদাকাণ্ডে কুণাল ঘোষকে  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র জিজ্ঞাসাবাদ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।


 


প্রায় দু’বছর পর সারদাকাণ্ডে ফের কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করল ইডি! আবারও ৮ মার্চ তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্র খবর, প্রভাবশালীদের বিরুদ্ধে বিভিন্ন সময় কুণাল ঘোষ একাধিক তথ্য দিয়েছিলেন।সেই তথ্যকে সামনে রেখেই এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। কিছুদিন আগে রাজীব কুমারের বিরুদ্ধে একটি মামলায় সুপ্রিমকোর্টে হলফনামা জমা দেয় সিবিআই।


সেখানে, একাধিক জায়গায় কুণাল ঘোষের ইডি-কে দেওয়া বয়ানের উল্লেখ ছিল। সূত্রের খবর, সেই বয়ান নিয়েও এদিন কুণাল ঘোষকে প্রশ্ন করা হয়। তৃণমূলের মুখপাত্রকে নতুন করে জিজ্ঞাসাবাদ করে প্রভাবশালীদের আর কাছাকাছি পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। ইডি দফতরে ঢোকার সময়ে কুণাল ঘোষ জানান, সব রকমের সহযোগিতা করব ৷


ইডি-দফতরে ঢোকার সময় সহযোগিতার কথা বললেও, প্রায় সাড়ে ছ’ঘণ্টা পর বেরনোর সময় নাম না করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়াদের বার্তা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র। কুণাল ঘোষ বলেন, ‘‘একজন বা দু’জন ওই দলে গিয়ে যদি মনে করেন যে ,আমার কাছ থেকে কিছু বার করতে চাইছেন, তা হলে মুর্খের স্বর্গে বাস করছেন, প্রত্যেককে ছাগল বানিয়ে ছাড়ব।’’


অন্যদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, ‘‘এই তো সেই কুণাল ঘোষ, বড় বড় দাড়ি হয়েছিল, দিদির পুলিশ মিডিয়ার সামনে আসতে দিচ্ছিল না...এই সেই কুণাল ঘোষ। তিনি কী আর এসব ভুলতে পারবেন?’’ সব মিলিয়ে ভোটের মুখে ইডি-র সক্রিয়তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।