২০১৯ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর থেকেই ট্রোলিং-এর শিকার তৎকালীন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। নেট-দুনিয়ায় সমালোচিত হয়েই চলেছেন তিনি। বিশ্বকাপ জুড়ে খুব খারাপ ফর্মে ছিলেন সরফরাজ। গোটা পর্ব জুড়ে তাঁর পারফরম্যান্স শুধুই হতাশা বাড়িয়েছে। পরে তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। টিম থেকেও বাদ পড়েন। বছর খানেক দলের বাইরে থাকার পর সম্প্রতি দলে জায়গা পেয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। কিন্তু ছবিটা বদলায়নি।
ইংল্যান্ডে খেলতে গিয়ে ফের তাঁর হাই তোলার ছবি ধরা পড়েছে ক্যামেরায়। ম্যানচেস্টারে দ্বিতীয় টি-২০ ম্যাচে সেই ঘুম তাড়া করেছে তাঁকে। ক্যামেরার ক্লিকে ফের ধরা পড়ে গিয়েছেন সরফরাজ। একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আবারও নেট নাগরিকদের কড়া সমালোচনার মুখে পড়েছেন সরফরাজ আহমেদ। কেউ লিখেছেন, তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটের যাঁকে তিনটি ফর্মে হাই তুলতে দেখা গেল।
এক বছরের বেশি সময় ধরে এমন সমালোচনার শিকার হওয়ার পরে জবাব দিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। টুইটার হ্যান্ডলে সরফরাজ লিখেছেন, আমি অতটা খারাপ নই, যতটা লোকে আমায় বলছে।
স্বামীর পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার সমালোচকদের কড়া জবাব দেওয়ার চেষ্টা করেছেন তাঁর স্ত্রী। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার টি ২০ ম্যাচে প্যাভিলিয়নে বসা স্টিভেন স্মিথের হাই তোলার ছবি পোস্ট করেছেন সরফরাজ পত্নী খুশভাকোত সরফরাজ। লিজেন্ডরা এমনই হয়, তাঁর মন্তব্য।
কিন্তু কথা হল, স্টিভ স্মিথ হাই তুলেছেন মাঠে নয়, প্যাভিলিয়নে বসে। আর তাঁর পারফরম্যান্সের সঙ্গে সরফরাজে পারফরম্যান্সের কোনও তুলনাই হয় না। নেটিজেনরা সঙ্গে সঙ্গে সরফরাজের স্ত্রীকে এ ব্যাপারে দশ কথা শুনিয়েও দিয়েছেন।