মর্মান্তিক ঘটনা। মক্কা থেকে মদিনাগামী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষ। দুর্ঘটনায় অন্ততপক্ষে ৪২ জন ভারতীয় উমরাহ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে তাঁরা মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সোমবার সৌদি আরবের মুফরিহাতের কাছে দুর্ঘটনাটি ঘটে। তীর্থযাত্রীদের অধিকাংশই হায়দরাবাদের বলে খবর। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় অনেকে জখমও হয়েছেন। খবর পেয়ে সেখানে যায় জরুরি পরিষেবা দল ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। সেখানে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। নিহতের সংখ্যা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Continues below advertisement

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।

Continues below advertisement

এনিয়ে এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী লিখেছেন, "সৌদি আরবের মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। রিয়াধে আমাদের দূতাবাস এবং জেড্ডায় কনস্যুলেট এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক এবং পরিবারগুলিকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

তেলাঙ্গনা CMO-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কে ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানার নির্দেশ দিয়েছেন তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী। তিনি তাঁদের কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও সৌরি আরব দূতাবাসের সঙ্গে কথা বলতে বলেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, যদি প্রয়োজন পড়ে, তাঁরা (মুখ্যসচিব ও ডিজিপি) যেন এ ব্যাপারে সাহায্য করতে নেমে পড়েন। মুখ্যমন্ত্রীর নির্দেশে, সিএস রামকৃষ্ণ রাও দিল্লিতে অবস্থানরত আবাসিক কমিশনার গৌরব উৎপলকে সতর্ক করেন। তিনি রাজ্যের কতজন দুর্ঘটনার কবলে পড়েছেন তা জেনে তা অবিলম্বে জানাতে বলেন। সচিবালয়ে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে।