কলকাতা: রাজীব বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে কী রাজনৈতিক পদক্ষেপ নেন, তা নিয়ে যখন জোর জল্পনা, তখন তৃণমূলের বিদ্রোহী নেতাদের বার্তা দিতে ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ করল বিজেপি। পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক ও আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদান নিয়ে মন্তব্যের জন্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে শোকজ করল দল। সূত্রের খবর, সাতদিনের মধ্যে শোকজের উত্তর দেওয়ার জন্য তাঁকে চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
কী কারণে এই শোকজ? ১৭ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর পদত্যাগ করার দিনই দল ছাড়েন জিতেন্দ্রও। এরপরই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা জোরাল হয়। কিন্তু, জিতেন্দ্রর বিজেপিতে যোগদানের সম্ভাবনা তৈরি হতেই এর বিরোধিতায় প্রথম সরব হন বাবুল সুপ্রিয়। আসানসোলের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দেন, জিতেন্দ্রর বিজেপিতে অন্তর্ভুক্তিতে আপত্তি আছে তাঁর।
জিতেন্দ্রর বিজেপিতে সম্ভাব্য যোগদানের বিষয়ে মুখ খোলেন সায়ন্তনও। বলেন, জিতেন্দ্রর ব্যাপারে আপত্তি আছে। সাংসদের আপত্তি আছে। দেখলাম জেলা সভাপতির ওপর হামলা করেছে। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। এই মন্তব্যের জেরেই এদিন শোকজ করা হয় তাঁকে। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের বার্তা, বিজেপিতে কাকে নেওয়া হবে, আর কাকে নেওয়া হবে না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব। তার আগে রাজ্য স্তর থেকে এরকম মন্তব্য করা হলে দলেই বিশৃঙ্খলা তৈরি হয়। যা আগামীদিনে বরদাস্ত করা হবে না।
শোকজ প্রসঙ্গে সায়ন্তন জানিয়েছেন, চিঠি পেয়েছেন। দ্রুত তার জবাব দেবেন।
তবে শুধু সায়ন্তনই নন, জিতেন্দ্রর বিজেপিতে যোগদানের সম্ভাবনায় আপত্তি জানিয়ে বাবুল ছাড়াও একাধিক বিজেপি নেতার গলাতেও শোনা যায় বিরোধিতার সুর! বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাবুলের ক্ষোভ যুক্তিসঙ্গত বলে সওয়ালও করেন। বিজেপি মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালও আপত্তি তোলেন। রাজনৈতিক মহলে প্রশ্ন, সায়ন্তনকে শোকজ করে কি আদতে দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পালদেরও কড়া বার্তা দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব? তাঁদেরও কি শোকজ করা হতে পারে? আর এ নিয়েই বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের ক্ষেত্রে কারোর মনে যাতে কোনও দ্বিধা তৈরি না হয়, সায়ন্তন বসুকে শোকজ করে বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই বার্তাই দিল মনে করছে রাজনৈতিক মহল।
Sayantan Basu Comments: জিতেন্দ্রর বিজেপিতে যোগদান নিয়ে মন্তব্য, শোকজ নোটিস সায়ন্তনকে, দিলীপ, বাবুল, অগ্নিমিত্রাদের বার্তা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Dec 2020 09:37 PM (IST)
কী কারণে এই শোকজ? ১৭ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর পদত্যাগ করার দিনই দল ছাড়েন জিতেন্দ্রও। এরপরই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা জোরাল হয়। কিন্তু, জিতেন্দ্রর বিজেপিতে যোগদানের সম্ভাবনা তৈরি হতেই এর বিরোধিতায় প্রথম সরব হন বাবুল সুপ্রিয়। আসানসোলের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দেন, জিতেন্দ্রর বিজেপিতে অন্তর্ভুক্তিতে আপত্তি আছে তাঁর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -