নয়াদিল্লি: কোভিডকালে লকডাউনের জেরে বেড়েছে আর্থিক অনটন। পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক হলেও কমেনি চিন্তা। সংসারে হাল ধরতে ভেবে দেখতেই পারেন দেশের বৃহত্তম ব্যাঙ্কের সঙ্গে ব্যবসার সুযোগ। SBI ATM-এ বিনিয়োগ করে মাসে ৯০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন যেকেউ।


SBI ATM-এর ফ্র্যাঞ্চাইজি পাবেন কীভাবে ?
SBI ATM-এর ফ্র্যাঞ্চাইজি প্রথমে ব্যাঙ্কের কাছাকাছি একটা জায়গা খুঁজে বের করুন। সেই ক্ষেত্রে ৫০ থেকে ৮০ স্কোয়ার ফিট আয়তন হতে হবে জায়গার। ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য ব্যাঙ্কের কাছে প্রথমে ২ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট বাবদ রাখতে হবে আপনাকে। এ ছাড়াও আলাদা ৩ লক্ষ টাকা দিতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে। তবে এই সব টাকাই ফেরতযোগ্য। একবার ফ্র্যাঞ্চাইজি বন্ধ করার সিদ্ধান্ত নিলে এই টাকা আপনি ফেরত পেয়ে যাবেন।


কার কাছে আবেদন করতে হবে ?
প্রথমে SBI ATM-এর ফ্র্যাঞ্চাইজি পেতে গেলে নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে। এই ক্ষেত্রে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট কাজে আসবে না। যে কোম্পানিগুলি ব্যাঙ্ককে ATM ইনস্টল করে দেয় যোগাযোগ করতে হবে তাদের সাথে। তাই আবেদনের ক্ষেত্রে Tata Indicash, Muthoot ATM ও India One ATM-এর অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে আবেদনকারীকে। 


কী কী নথি লাগবে এই কাজে ? (Documents needed for ATM)
SBI ATM-এর ফ্র্যাঞ্চাইজি পেতে প্রথমেই নিজের পরিচয়পত্র দেখাতে হবে আবেদনকারীকে। সেই ক্ষেত্রে Aadhaar Card, Pan Card, Voter Card হবে তাঁর প্রমাণের নথি। ঠিকানার প্রমাণ হিসাবে Ration Card, Electricity Bill দেখাতে হবে। এ ছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবুক, ছবি দেখাতে হবে আবেদনকারীকে। এখানেই শেষ হচ্ছে না জমা দেওয়ার নথি। এটিএম ফ্র্যাঞ্চাইজি পেতে ইমেল আইডি, GST Number ছাড়াও দিতে হবে ব্যাঙ্কের যাবতীয় বিবরণী।


SBI ATM-এর ফ্র্যাঞ্চাইজি নিলে কীভাবে ৯০,০০০ টাকা ?
SBI ATM-এর ফ্র্যাঞ্চাইজি নিলে প্রতি নগদের লেনদেনে ৮টাকা ও নগদবিহীন লেনদেনে ২ টাকা করে কমিশন পাবেন ফ্র্যাঞ্চাইজি হোল্ডার। উদাহরণ হিসাবে ধরা যেতে পারে, আপনার এটিএমে যদি প্রতিদিন ২৫০টি করে লেনদেন হয় তাহলে মাসে ৪৫,০০০টাকা আয় হবে আপনার। একইভাবে দিনে ৫০০ লেনদেন হলে (৮৮,০০০-৯০,০০০)টাকা কমিশন বাবদ পাবেন আপনি।  


আরও পড়ুন : Post Office Franchise: ৫০০০টাকা দিলেই পোস্ট অফিসের ব্যবসা, প্রতি মাসে বাম্পার আয়ের সুযোগ


আরও পড়ুন : SBI Update : ATM থেকে বেরোচ্ছে ছেঁড়া নোট, বদলানোর পথ দেখাচ্ছে SBI


আরও পড়ুন : PPF Update: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, পোস্ট অফিসে না গিয়েই তুলুন PPF-এর টাকা