নয়াদিল্লি: চোখ খুলে দিয়েছে করোনা ভাইরাসের (Covid 19) সংক্রমণ। জীবন বিমা(Life insurance)নিয়ে এখন আর টালবাহানা করেন না সচেতন মানুষজন। দেশবাসীর সুবিধার্থে এই সময় কম খরচে জীবন বিমার সুবিধা দিচ্ছে সরকার।সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সেই দুই বিমা যোজনার বিষয়ে ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI। জেনে নিন Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) ও Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana(PMJJBY)করলে কতটা সুরক্ষিত আপনি।
SBI Customer Update: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের দুই বিমা যোজনা নিয়ে ট্যুইট করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। ট্যুইটারে SBI বলেছে, চিন্তামুক্ত জীবন পেতে যে বিমা আপনার জন্য কার্যকরী তা বেছে নিন। আপনার অ্যাকাউন্ট থেকেই স্বয়ংক্রিয়ভাবে বিমার টাকা কেটে যাবে। auto-debit সিস্টেমে নির্দিষ্ট জায়গায় জমা পড়ে যাবে প্রিমিয়াম।
Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY): প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অনুযায়ী, পলিসি হোল্ডারের কোনও দুর্ঘটনায় মৃত্যু হলে বা ওই ব্যক্তি পুরোপুরি প্রতিবন্ধী হয়ে গেলে ২ লক্ষ টাকা পাবেন তিনি বা তাঁর পরিবার। দুর্ঘটনায় আংশিক বা পুরোপুরি শারীরিকভাবে অক্ষম হলে ওই ব্যক্তি ১ লক্ষ টাকা পাবেন। এই বিমা যোজনার ক্ষেত্রে ১৮-৭০ বছরের কোনও ব্যক্তি পলিসি করতে পারবেন। এই বিমা যোজনার বার্ষিক প্রিমিয়াম মাত্র ১২ টাকা।
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY): এই বিমা যোজনায় কোনও কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর পরিবার ২ লক্ষ টাকা পাবে। ১৮-৫০ বছরের কোনও ব্যক্তি এই বিমা যোজনা করতে পারবেন। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার সুবিধা নিতে পলিসি হোল্ডারকে বছরে ৩৩০ টাকা প্রিমিয়াম দিতে হবে। মনে রাখতে হবে, এই দুই পলিসি নির্দিষ্ট মেয়াদ বিশিষ্ট বিমা। কেবল এক বছরের জন্যই ভ্যালিড থাকে এই পলিসি।
SBI Customer Update: মনে রাখতে হবে এই বিষয়গুলি
অর্থবর্ষের ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত লাগু থাকবে এই জীবন বিমা পলিসি। পলিসি করতে গেলে অ্যাকাউন্ট থাকতে হবে গ্রাহকের। কোনও কারণে পলিসির প্রিমিয়াম কাটার সময় গ্রাহকের অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে বাতিল হয়ে যেতে পারে পলিসি। এমনকী গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও পলিসি বাতিল হয়ে যাবে। তাই আগেভাগে সব জেনেই এই পলিসির দিকে পা বাড়ান।
আরও পড়ুন : SBI Pensioners Update: ভিডিয়ো কলে জমা দেওয়া যাবে Life Certificate, সহজ কয়েক ধাপে পাবেন সমাধান
আরও পড়ুন : Life Certificate Submission: ব্যাঙ্কে না গিয়ে জমা দিন লাইফ সার্টিফিকেট, জেনে নিন পদ্ধতি
আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা