কলকাতা: সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। বিশেষত ব্যাংকে চাকরি করার জন্য যাঁরা চেষ্টা করছেন তাঁদের সামনে আরও এক বড় সুযোগ। কারণ ভারতীয় স্টেট ব্যাংক (SBI) প্রবেশনারি অফিসার (PO) পদে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ১৪ অক্টোবর দীপাবলির দিন থেকেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন। আজই আবেদনের শেষ দিন। মোট শূন্য আসন ২,০০০টি। মোট তিন দফায় প্রিলিমিনারি, মেইন এবং ফাইনাল ইন্টারভিউ- প্রার্থী বাছাই প্রক্রিয়া চলবে। কর্মী নিয়োগের বিষয়টি রবিবার SBI-এর তরফে ট্যুইট করেও জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, ভারতের বৃহত্তম ব্যাংকে কাজ করার সুযোগ। SBI প্রবেশনারি অফিসার নিয়োগ করতে চলেছে। গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখ নিয়োগকারী প্রতিষ্ঠান: ভারতীয় স্টেট ব্যাংক (SBI) পদের নাম: প্রবেশনারি অফিসার (PO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৩ নভেম্বর, ২০২০ আবেদনের পদ্ধতি: অনলাইন অনলাইন আবেদন শুরু: ১৪ নভেম্বর, ২০২০ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: স্নাতক প্রার্থী বাছাই পদ্ধতি: ত্রিস্তরীয় বাছাই পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশনের শেষ দিন: ৪ ডিসেম্বর, ২০২০ আবেদনপত্রের তথ্য সংশোধনের শেষ দিন: ৪ ডিসেম্বর, ২০২০ আবেদনপত্র প্রিন্ট করার শেষ দিন: ১৯ ডিসেম্বর, ২০২০ অনলাইন ফি পেমেন্ট শুরু: ১৪ নভেম্বর অনলাইন ফি পেমেন্টের শেষ দিন: ৪ ডিসেম্বর, ২০২০ আবেদনের ক্ষেত্রে শর্ত বয়সসীমা: ১ এপ্রিল ২০২০ অনুসারে প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সম মানের ডিগ্রি থাকতে হবে। ফাইনাল ইয়ার/ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীরাও শর্তাধীন আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে ইন্টারভিউর জন্য ডাক পেলে ১ সেপ্টেম্বর ২০২০ বা তার আগে স্নাতক ডিগ্রি পেশ করতে হবে। চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। শূন্য আসনের বিন্যাস ও আবেদন ফি ভারতীয় স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে আসন সংরক্ষণের ব্যবস্থা থাকছে। এক নজরে দেখে নেওয়া যাক বিন্যাস: মোট আসন: ২,০০০ SC- ৩০০ ST- ১৫০ OBC- ৫৪০ EWS- ২০০ সাধারণ- ৮১০ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, SBI PO পরীক্ষার ক্ষেত্রে সাধারণ এবং OBC প্রার্থীদের জন্য ফি ধার্য্য করা হয়েছে ৭৫০ টাকা। তবে SC বা ST প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। পরীক্ষাসূচি মোট ত্রিস্তরীয় পরীক্ষা পদ্ধতির মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২১ সালের ২ জানুয়ারি, ৪ জানুয়ারি এবং ৫ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা হবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে ফলপ্রকাশ। প্রিলিমিনারিতে সফল হলে ডাক পাওয়া যাবে মেইনে। আগামী ২৯ জানুয়ারি SBI PO মেইন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে মেইনের ফলাফল ঘোষণা করা যেতে পারে। এই দুই বাধা পার হয়ে গেলে সংশ্লিষ্ট প্রার্থীকে ফাইনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। বেতন: SBI ভারতের বৃহত্তম ব্যাংক। এই ব্যাংকে চাকরি করা বহু যুবক যুবতীর কাছে অন্যতম লক্ষ্য। কর্মীদের আকর্ষক বেতন দেয় রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি। সাম্প্রতিকতম বিজ্ঞপ্তি অনুসারে, SBI প্রবেশনারি অফিসার পদে যোগদানের সময় বেসিক বেতন ২৭ হাজার ৬২০ টাকা। সেইসঙ্গে চারটি অ্যাডভ্যান্স ইনক্রিমেন্ট। পাশাপাশি প্রার্থীরা DA, CCA, HRD-র মতো সমস্ত সুযোগ সুবিধা ও ভাতা পাবেন। এছাড়া চাকরি পাওয়ার পরে প্রার্থীকে ব্যাংকের সঙ্গে ২ বছরের একটি বন্ডে স্বাক্ষর করতে হবে। আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে বৈধ ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা আবশ্যক। ইমেইল বা SMS-এর মাধ্যমে ব্যাংকের তরফে প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হতে পারে। প্রথমে আগ্রহী প্রার্থীকে ব্যাংকের ‘Career’ ওয়েবসাইট বা SBI ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পর্ব মিটে গেলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে দবে। |
SBI PO JOB: স্টেট ব্যাঙ্কে ২,০০০ চাকরি, আজ আবেদনের শেষ দিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Dec 2020 11:32 AM (IST)
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -