SC Final Verdict UGC Guidelines LIVE Updates: হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাতিলের আর্জি খারিজ
পড়ুয়ারা ভেবেছিলেন, ১৮ অগাস্ট শেষ শুনানির দিনই আদালত এ ব্যাপারে রায় দেবে। কিন্তু আদালত সেদিন রায়দান স্থগিত রাখে, চূড়ান্ত বক্তব্য রাখার জন্য সব পক্ষকে আরও ৩ দিন সময় দেয় তারা।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Aug 2020 11:05 AM
প্রেক্ষাপট
নয়াদিল্লি: করোনা লকডাউনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলির চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের এতদিনের উৎকণ্ঠায় আজ ইতি পড়তে চলেছে। এ ব্যাপারে আজ রায় দেবে সুপ্রিম কোর্ট। আইনজীবী অলখ অলোক শ্রীবাস্তব বলেছেন, বেলা সাড়ে...More
নয়াদিল্লি: করোনা লকডাউনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলির চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের এতদিনের উৎকণ্ঠায় আজ ইতি পড়তে চলেছে। এ ব্যাপারে আজ রায় দেবে সুপ্রিম কোর্ট। আইনজীবী অলখ অলোক শ্রীবাস্তব বলেছেন, বেলা সাড়ে দশটায় শীর্ষ আদালত তার রায় শোনাবে।করোনার মধ্যে পরীক্ষার সম্ভাবনায় পড়ুয়ারা অত্যন্ত আতঙ্কিত। পরীক্ষা দিত বাড়ি ছেড়ে তাঁদের নিজের নিজের বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, বেশিরভাগকেই চড়তে হবে গণ পরিবহনে। বিভিন্ন রাজ্যে লকডাউনের ভিন্ন ভিন্ন কড়াকড়ি, ফলে তাঁদের সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা। সুপ্রিম কোর্ট আজ রায় শোনালে তাঁদের এই এত মাস ধরে উৎকণ্ঠার অন্তত একটা সাময়িক অবসান হবে।পড়ুয়ারা ভেবেছিলেন, ১৮ অগাস্ট শেষ শুনানির দিনই আদালত এ ব্যাপারে রায় দেবে। কিন্তু আদালত সেদিন রায়দান স্থগিত রাখে, চূড়ান্ত বক্তব্য রাখার জন্য সব পক্ষকে আরও ৩ দিন সময় দেয় তারা।এর আগে ৬ জুলাই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন গাইডলাইন ইস্যু করে জানায়, চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া প্রতিটি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অত্যাবশ্যক। কাগজ কলম বা অনলাইন অথবা উভয় মিলিয়ে এ বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে। এরপরই এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে একাধিক আবেদন জমা পড়ে। এর মধ্যে একটি আবেদন করেন বিভিন্ন রাজ্যের ৩১ জন পড়ুয়া এবং মহারাষ্ট্রের যুব সেনা। ৩১ জুলাই থেকে শুনানি শুরু করে শীর্ষ আদালত।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
পরীক্ষায় সময়সীমা ৩০ সেপ্টেম্বরের পরেও পিছোতে গেলে সংশ্লিষ্ট রাজ্যকে আবেদন করতে হবে ইউজিসির কাছে, জানাল সুপ্রিম কোর্ট।